চীনে রাজস্ব আদায়ের জন্য বাসিন্দাদের উপর জরিমানা আরোপ
প্রকাশিত : ১৮:৪০, ১৪ জুন ২০২৩
চীনের ঋণগ্রস্ত স্থানীয় সরকারগুলি রাজস্ব উপার্জনের জন্য বাসিন্দাদের উপর ক্রমবর্ধমানভাবে বিতর্কিত জরিমানা আরোপ করছে। যা দেশটির সামাজিক মাধ্যমগুলোতে ক্ষোভের জন্ম দিচ্ছে।
সম্প্রতি সাংহাইয়ের একটি রেস্তোরাঁয় অনুমোদন ছাড়া শসা পরিবেশন করার কারণে মালিককে পাঁচ হাজার ইউয়ান (৭০২ মার্কিন ডলার) জরিমানা করা হয়। এ ঘটনা দেশটির সামাজিক মাধ্যম ওয়েবোতে ক্ষোভের জন্ম দেয়। ওয়েবোতে এই সংক্রান্ত একটি পোস্ট ৯৫ লাখ বার দেখা হয়েছে। পোস্টটিতে এক ব্যবহারকারী লিখেছেন, তারা যদি আপনাকে জরিমানা করতে চায়, তবে ভিনেগার যোগ করার জন্যও করতে পারে।
এর আগে গত মাসে দেশটির হেনান প্রদেশের ট্রাক চালকরা সংবাদের শিরোনাম হয়। কারণ ওজন সীমা অতিক্রম করার দায়ে ক্রমাগত তারা জরিমানার মুখে পড়ছিল এবং এই জন্য যানবাহনের ওজন মাপার সরকারি যন্ত্রের নির্ভুলতা নিয়ে তারা প্রশ্ন তুলেছিলেন। এক চালক গত দুই বছরে মোট ৩৮ হাজার মার্কিন ডলার জরিমানার টিকিট পেয়েছেন।
চীনের ঋণগ্রস্ত প্রদেশগুলোর মধ্যে অন্যতম গুয়াংজিতে রাষ্ট্রীয় একটি কোম্পানি গত মে মাসে পার্কিং ফি বাড়িয়ে ক্ষোভের জন্ম দেয়। এতে কিছু গাড়ির চালককে হাজার হাজার ইউয়ান জরিমানার মুখে পড়তে হয়। এই কেলেঙ্কারিগুলি জরিমানার মাধ্যমে স্থানীয় সরকারগুলির রাজস্ব বৃদ্ধির একটি বৃহত্তর প্রবণতাকে সামনে নিয়ে আসে।
গত বছর রাজ্য কাউন্সিলের এক তদন্তে দেখা গেছে, মহামারি এবং অন্যান্য অর্থনৈতিক দুর্দিনের পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকারের জরিমানা আদায় আরও তীব্র হয়ে উঠেছে। কাইজিং ইন্ডাস্ট্রি রিসার্চ সেন্টারের সরকারি তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, গত বছর শুধু গুয়াংজিতে একাই জরিমানা থেকে ১৩ বিলিয়ন ইউয়ান এসেছে—যা প্রদেশটির কর থেকে পাওয়া আয়ের প্রায় ১৪ শতাংশের সমান এবং ২০২১ সালের তুলনায় তা ৯ শতাংশ বেড়েছে। চীনের ব্যাংকিং নীতি বিশেষজ্ঞ ও ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ভিক্টর শিহ বলেছেন, এটি স্থানীয় সরকারগুলোর মরিয়া হয়ে উঠার ইঙ্গিত।
চীনের স্থানীয় সরকারগুলো মহামারি এবং বেইজিংয়ের সম্পদ কুক্ষিগত—এই দুই আঘাতে জর্জরিত। আর এই কারণে সরকারগুলো ঋণ পরিশোধ, বেতন ও রাস্তা নির্মাণে ব্যয়ের জন্য অল্প আয়ের সুযোগ পাচ্ছে। গোল্ডম্যান শ্যাস গ্রুপের অনুমান, চীনের মোট সরকারি ঋণের পরিমাণ প্রায় ২৩ ট্রিলিয়ন মার্কিন ডলার।
এদিকে চলতি মাসে দেশটির কেন্দ্রীয় সরকার ফের বলেছে, প্রদেশগুলিকে তাদের নিজস্ব উপায়ে গোপন ঋণ পরিশোধ করতে হবে এবং স্থানীয় কর্মকর্তাদের রাজস্ব বাড়াতে আরও কার্যকর ও নতুন নতুন পথ তৈরি করতে হবে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া।
আরও পড়ুন