চীনে ৪ মার্কিন নাগরিককে ছুরিকাঘাত
প্রকাশিত : ১৩:৫৯, ১১ জুন ২০২৪
চীনে কর্মরত ৪ আমেরিকান কলেজ প্রশিক্ষককে একটি পাবলিক পার্কে ছুরিকাঘাত করা হয়েছে।
সোমবার ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে এএফপি।
খবরে বলা হয়, এই চার মার্কিন নাগরিক আইওয়ার কর্নেল কলেজে প্রশিক্ষক হিসাবে কাজ করেন। প্রতিষ্ঠানটি জানিয়েছে, তারা এক ‘ঘটনায়’ আহত হয়েছে।
আইওয়া কংগ্রেসউইম্যান অ্যাশলে হিনসন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় বলেন, কর্নেল কলেজের ফ্যাকাল্টি সদস্যদের ‘নিষ্ঠুরভাবে ছুরিকাঘাত’ করার ঘটনায় তিনি ‘স্তম্ভিত’ হয়েছেন।
গভর্নর কিম রেনল্ডস বলেছেন, তারা ‘আইওয়ার ফেডারেল প্রতিনিধি দলের সাথে যোগাযোগ এবং মার্কিন পররাষ্ট্র বিভাগ এই ভয়ঙ্কর হামলার ঘটনায় প্রতিক্রিয়া ব্যক্ত করেছে।’
তিনি আরও বলেন, ‘অনুগ্রহ করে তাদের সম্পূর্ণ সুস্থতা, নিরাপদে বাড়িতে ফিরে যাওয়া এবং তাদের পরিবারের জন্য প্রার্থনা করুন।’
মার্কিন পররাষ্ট্র বিভাগের এক মুখপাত্র বলেছেন, তারা ‘চীনের জিলিনে ছুরিকাঘাতের ঘটনার ব্যাপারে অবগত আছে।’
তবে, জিলিন প্রাদেশিক কর্তৃপক্ষ হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি।
এএইচ
আরও পড়ুন