ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

চীনের দক্ষিণাঞ্চলে আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন নিডা

প্রকাশিত : ০৯:০৩, ২ আগস্ট ২০১৬ | আপডেট: ০৯:০৩, ২ আগস্ট ২০১৬

চীনের দক্ষিণাঞ্চলে আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন নিডা। মঙ্গলবার ভোরে গোয়াংদং প্রদেশের উপকূলীয় এলাকায় আঘাত হানে এই টাইফুন। এরইমধ্যে উপকূলীয় এলাকা থেকে ১০ হাজারেরও বেশি অধিবাসীকে সরিয়ে নেয়া হয়েছে। ভূমিধসের আশংকার কথা জানিয়েছে দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কমিশন। গোয়াংদং প্রদেশের বেশ কয়েকটি শহরে জারি করা হয়েছে রেড এলার্ট। বাতিল করা হয়েছে দুইশ’রও বেশি ফ্লাইট। স্কুল-কলেজসহ সব ধরনের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে কার্যক্রম স্থগিত রাখার নির্দেশ দেয়া হয়েছে। পাশপাশি ওইসব এলাকার অধিবাসীদের আগামী তিনদিনের জন্য খাবার ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র মজুদ করে রাখার পরামর্শ দেয়া হয়েছে। গেল সপ্তাহে বন্যা ও ভূমিধসে দেশটির বিভিন্ন প্রদেশে মারা গেছে কমপক্ষে ১৭৩ জন।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি