ঢাকা, মঙ্গলবার   ০৯ জুলাই ২০২৪

চীনের প্রেসিডেন্ট ঢাকা আসছেন আজ

প্রকাশিত : ০৮:০০, ১৪ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৮:৩৯, ১৪ অক্টোবর ২০১৬

আজ শুক্রবার ঢাকা আসছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তার দু’দিনের সফরে ২৫টি উন্নয়ন প্রকল্পে ২০ বিলিয়ন ডলারের বেশি অর্থায়নে চুক্তি হবার কথা রয়েছে। সংক্ষিপ্ত এই সফরে তিনি দেখা করবেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথেও। সূচি অনুযায়ি সকাল ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সেখানে তাকে লাল গালিচা সংবর্ধনার পাশাপাশি দেয়া হবে গার্ড অব অনার। এরপর জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন শি জিনপিং। সেই বৈঠকে প্রায় ২ হাজার ১০ কোটি ডলারের মোট ২৫টি সহযোগিতা চুক্তি সই হবার কথা রয়েছে। এরপর বিকেলে স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সাথে বৈঠক করবেন চীনের প্রেসিডেন্ট ও সফরসঙ্গীরা। সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি অব্দুল হামিদের সাথে সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে তার। কর্মব্যস্ত দু’দিনের সফর শেষে ১৫ অক্টোবর সকালে ব্রিকস সামিটে অংশ নিতে ভারতের উদ্দেশে ঢাকা ছাড়বেন শি জিনপিং।
Ekushey Television Ltd.


Nagad Limted







© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি