ঢাকা, বুধবার   ১২ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

চুক্তি লঙ্ঘনের অভিযোগ, আদানির সঙ্গে নতুন করে আলোচনা চায় বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪৯, ১৯ ডিসেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

ভারতের বিদ্যুৎ সরবরাহকারী কোম্পানি আদানি পাওয়ার বাংলাদেশের সঙ্গে করা চুক্তি লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেছে অন্তর্বর্তী সরকার। এক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ভারত সরকারের কাছ থেকে পাওয়া কর ছাড় সুবিধার কথা গোপন করে এই চুক্তি লঙ্ঘন করেছে আদানি।

পিডিবি কর্মকর্তাদের বরাতে রয়টার্স লিখেছে, কর সুবিধা পাওয়ার বিষয়টি ‘দ্রুত সময়ের মধ্যে’ বাংলাদেশকে জানানোর কথা থাকলেও তা করেনি আদানি। ভারতীয় ওই কোম্পানি তাদের দেশে যে কর ছাড় পেয়েছে, সে অনুযায়ী বিদ্যুতের দাম ধরা হলে বাংলাদেশের ২৮.৬ মিলিয়ন ডলার সাশ্রয় হওয়ার কথা।

২০১৭ সালে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহের জন্য চুক্তি করে ভারতীয় ধনকুবের গৌতম আদানির কোম্পানি। এখন এই চুক্তির ব্যাপারে নতুন করে আলোচনার আশা করছে ঢাকা।

বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনো ধরনের টেন্ডার প্রক্রিয়া ছাড়াই আদানির কাছ থেকে বিদ্যুৎ আমদানির চুক্তি করেছিলেন। অন্য যে কোনো কয়লাভিত্তিক বিদ্যুৎ চুক্তির তুলনায় এখানে খরচ অনেক বেশি।

২০২৩ সালের জুলাই থেকে সরবরাহ শুরু হওয়ার পর থেকে ঢাকা আদানি পাওয়ারকে অর্থপ্রদানের ক্ষেত্রে পিছিয়ে রয়েছে। এখনো সরবরাহের বিপরীতে বাংলাদেশের কাছে কয়েক মিলিয়ন ডলার পাবে আদানি পাওয়ার।

বাংলাদেশের জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফওজুল কবির খান সংবাদমাধ্যম রয়টার্সকে বলেন, আদানি সরবরাহ ছাড়াই এখন যথেষ্ট অভ্যন্তরীণ সক্ষমতা রয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, চুক্তিটি একটি অতিরিক্ত বাস্তবায়ন চুক্তির সঙ্গে এসেছিল, যা ট্যাক্স সুবিধা হস্তান্তরকে সম্বোধন করেছিল। এখন বাংলাদেশের পরিকল্পনা হলো ২৫ বছর মেয়াদি চুক্তিটি পুনরায় চালু করা।

বাংলাদেশে ক্ষমতার পালাবদলের পর কর ছাড় নিয়ে আদানি যে চুক্তি লঙ্ঘন করেছে, সে বিষয়টি প্রথম সামনে আনে রয়টার্স। ২৫ বছরের ওই বিদ্যুৎ চুক্তি পর্যালোচনার বিষয়ে বাংলাদেশের পরিকল্পনা সম্পর্কেও বিশদ তথ্য প্রকাশ করার কথা জানিয়ে বার্তা সংস্থাটি লিখেছে, গত নভেম্বরে যুক্তরাষ্ট্রে সাড়ে ২৬ কোটি ডলার ঘুষ দেওয়ার মামলায় আদানি ও তার সাত নির্বাহীকে অভিযুক্ত করার ঘটনা তাদের সঙ্গে বাংলাদেশের করা চুক্তি পর্যালোচনায় চাপ তৈরি করতে পারে।

রয়টার্সের প্রশ্নের জবাবে আদানি পাওয়ারের একজন মুখপাত্র বলেছেন, তারা চুক্তির সব বাধ্যবাধকতা ‘রক্ষা’ করেছেন এবং ঢাকা চুক্তি পর্যালোচনা করছে এমন কোনো ইঙ্গিত তারা পাননি।

কর সুবিধা ও অন্যান্য বিষয় নিয়ে বাংলাদেশ যেসব অভিযোগ তুলেছে, তার উত্তর দেয়নি আদানি গ্রুপ। অবশ্য যুক্তরাষ্ট্রের অভিযোগকে তারা ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিচ্ছে।

এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি