ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

চুপিসারে বিয়ে করলেন রিয়া সেন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৪, ১৮ আগস্ট ২০১৭

Ekushey Television Ltd.

বলিউড অভিনেত্রী রিয়া সেন বিয়ে করে ফেলেছেন। প্রায় সবার চোখের আড়ালে বিয়েটা সেরে ফেললেন তিনি। তার স্বামীর নাম শিবম তিওয়ারি।


রিয়া না রাইমা- আগে বিয়ের পিঁড়িতে বসবেন, এরকম একটা চাপা কৌতূহল ছিল টলিঅন্দরে। কান পাতলেই শোনা যেত নানারকম ফিসফাস, গুঞ্জন। বারবার সাংবাদিকরা সে প্রশ্ন করেছেনও। তবে দীর্ঘদিন এ নিয়ে টুঁ শব্দটিও করেননি অভিনেত্রী দুই বোন। অবশেষে বিয়ের পিঁড়িতে আগে বসলেন রিয়াই।


১৬ আগস্ট পুনেতে বিয়ে সেরে ফেললেন তিনি। শোনা যাচ্ছিল, রিয়ার বিয়ের দিন ধার্য হয়েছিল চলতি মাসেই। আর তাই সেন বাড়িতে সাজো সাজো রব। সাংসদ পদের তুমুল ব্যস্ততা সরিয়ে রেখে মুনমুন সেন পুরোদমে মেয়ের বিয়ের প্রস্তুতি নিয়েছেন।


বিয়ের আগে একেবারে বাঙালি ঘরের মেয়ের মতোই গায়ে হলুদ হল রিয়ার। তারপর বাবা ভরত দেববর্মা করলেন কন্যা সম্প্রদান। আর জীবনের নতুন যাত্রাপথ শুরু করার আগে মনের মানুষ শিবম তিওয়ারির সঙ্গে হাসিমুখেই ক্যামেরায় ধরা দিলেন রিয়া।

//এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি