চুরি করতে ১০ কেজি ওজন কমালো চোর! (ভিডিও)
প্রকাশিত : ১৩:০০, ১৮ নভেম্বর ২০২১ | আপডেট: ১৩:১৭, ২১ নভেম্বর ২০২১
কথায় আছে চুরি বিদ্যা বড় বিদ্যা, যদি না পড় ধরা। গেরস্তের সজাগ দৃষ্টিতে ধরা পড়া এড়াতে নিত্য নতুন কৌশল বের করে চোরও। তাই বলে চুরির জন্য কেউ নিজের ওজন ১০ কেজি কমিয়ে ফেলেছেন এমন খবর কিন্তু ব্যাতিক্রমই বটে।
ঘটনাটি ভারতের আহমেদাবাদের উদয়পুরের। সেখানকার বাসিন্দা মতি সিং চৌহান, প্রায় দুই বছর কাজ করেছেন ভোপালের বসন্ত বাহার সোসাইটির মোহিত মারাদিয়ার বাড়িতে।
তাই মালিকের ঘরের কোথায় কী আছে সবই তার মুখস্ত। মূল্যবান জিনিস কোথায় থাকে তাও জানা। কিন্তু বিপত্তি হল, বাড়ির দরজাটি ডিজিটাল, যা ভাঙা যাবে না। আর বাড়ির সামনে পেছনে সিসি ক্যামেরা। তাহলে উপায়?
বুদ্ধি আটলেন মতি, ঠিক করলেন রান্নাঘরের ভেন্টিলেটর ভেঙে, সেখান দিয়েই ঘরে ঢুকবেন। কিন্তু ৩৪ বছরের মতির ওজন যে ৭৫ কেজি! এই দেহ কি আর ভেন্টিলেটরের ফাঁকে গলবে?
শেষ পর্যন্ত পাক্কা দশ কেজি ওজন কমিয়ে ফেললেন মতি। এ জন্য দিনের পর দিন শুধু এক বেলা খেয়েই থাকতে হয়েছে তাকে।
নিজেকে ফিট করে সবশেষ গেল ৫ নভেম্বর চুরির দিন নির্ধারণ করেন তিনি। পরিকল্পনা মত প্রায় ৩৭ লাখ টাকার জিনিসপত্র নিয়ে বেরিয়েও যান।
তবে বিধি বাম, বাড়ির সিসি ক্যামেরার ফুটেজ থেকে বাঁচলেও পালানোর সময় এলাকার একটি দোকানের সিসি ক্যামেরায় ধরা পড়লেন ঠিকই।
মতির এই চুরি ধরতে অবশ্য অনেকটাই বেগ পেতে হয়েছে আহমেদাবাদ পুলিশকে।
সূত্র: পুবের কলম
এসবি/