ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

চুরির অপবাদ : যুবকের আত্মহত্যা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫১, ২৮ আগস্ট ২০১৭ | আপডেট: ২২:৫৪, ২৮ আগস্ট ২০১৭

চুরির অপবাদ সইতে না পেরে রাজধানীতে রাকিবুল ইসলাম (২৫) নামের এক যুবক আত্মহত্যা করেছে। রোববার রাজধানীর শনির আখড়ার স্মৃতিধারা রোড এলাকা থেকে রাকিবুলের লাশ উদ্ধার করে পুলিশ।

এসময় পুলিশ রাকিবুলের পকেট থেকে হাতে লেখা একটি চিরকুট উদ্ধার করে। সেখানে লেখা ছিল- ‘...আমি তাদের সবাইকে বারবার বলছি, আমি চুরির ব্যাপারে কিছুই জানি না...। কিন্তু তারপরও আমাকে সবাই দায়ী করেছে। তাই আমি নিজেকে শেষ করে দিলাম।’

নিহত রাকিবুলের চাচাতো ভাই শফিকুল ইসলাম বলেন, রাকিবুল কদমতলীর জিয়া সরণির লোহার ব্রিজের পাশের একটি ইলেকট্রনিকস (মূলত টিভি, ফ্রিজ) দোকানে কাজ করতেন। সম্প্রতি দোকানটিতে চুরির ঘটনায় দোকানের মালিক বিপ্লব রাকিবুলকে দায়ী করে চাপ দিতে থাকেন। অপবাদের একপর্যায়ে রোববার দুপুরে বাসার পাশে গোসলখানাসংলগ্ন একটি ঘরের আড়ার সঙ্গে গামছা পেঁচিয়ে গালায় ফাঁস দেন রাকিবুল।

কদমতলী থানা সূত্রে জানা যায়, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টিতদন্ত করে দেখছে পুলিশ।

আর/ডব্লিউএন


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি