ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

চুরির অপবাদে তরুণকে নির্মম নির্যাতনের ভিডিও ভাইরাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫৭, ৩০ অক্টোবর ২০১৮

চুরির অপবাদ দিয়ে কিশোরগঞ্জ সদরের জালুয়াপাড়া গ্রামে এক তরুণকে নির্মম নির্যাতনের ঘটনা ঘটেছে। মৃত্যু যন্ত্রণায় হাসপাতালে কাতরাচ্ছে নির্যাতনের শিকার সাফিক।

২২ অক্টোবর ঘটনাটি ঘটলেও ২৮ অক্টোবর নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে দোষীদের গ্রেফতারের দাবি ওঠে। এদিকে এ ঘটনায় এখন পর্যন্ত কোন আসামীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

সরেজমিনে দেখা যায়, সাফিকের সারা শরীরেই অমানবিক নির্যাতনের চিহ্ন। হাসপাতালের বিছানায় যন্ত্রণায় কাতরাচ্ছে সে।

গেলো ২২ অক্টোবর চুরির অপবাদে এভাবেই নির্যাতন করা হয় সাফিককে। লাঠি, লোহার রড ও ইট দিয়ে পিটিয়ে থেতলে দেয়া হয় শরীরের বিভিন্ন অংশ। নির্যাতনের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে তীব্র প্রতিবাদ জানান স্থানীয়রা।

নির্যাতনের এক পর্যায়ে অজ্ঞান হয়ে পড়লে মৃত ভেবে সাফিককে ফেলে যাওয়া হয় বাঁশঝাড়ে। পরে স্থানীয়রা তাকে জেনারেল হাসপাতালে ভর্তি করে। তার ক্ষত সারতে সময় লাগবে বলে জানিয়েছেন কিশোরগঞ্জ-২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. মো. রমজান মাহমুদ।

স্থানীয়রা জানান, গত ২২ অক্টোবর ফজরের নামাজ পড়তে গেলে লতিফ ও তার লোকজন সাফিককে  ধরে এনে গাছের সাথে বেধে নির্মম নির্যাতন চালায়।

ঘটনার ছয় দিন পর ২৮ অক্টোবর সাফিকের মা সদর মডেল থানায় নয়জনকে আসামী করে মামলা করেন। আসামীদের গ্রেফতারে চেষ্টা চলছে বলে জানিয়েছেন কিশোরগঞ্জ মডেল থানার ইন্সপেক্টর (অপারেশন) মোহাম্মদ আহসান হাবীব।

অবিলম্বে দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এলাকাবাসীর।

ভিডিও: https://youtu.be/rrwnb-uwxNk

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি