ঢাকা, শনিবার   ০২ নভেম্বর ২০২৪

চুল থেকে দোলের রং উঠাতে যা করবেন

চুল, রঙ, উৎসব,দোল, হলি

প্রকাশিত : ১৬:৫৯, ১৮ মার্চ ২০২২ | আপডেট: ১৭:০০, ১৮ মার্চ ২০২২

বাঙালির অন্যতম উৎসবের মধ্যে দোল অন্যতম। ছোটো-বড় সকলেই দোলের দিন সকাল থেকে মেতে ওঠেন রঙের খেলায়। তবে বাজারের বেশিরভাগ রঙে নানা ধরণের কেমিক্যাল থাকায় ত্বক ও চুলের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে। কিন্তু তাই বলে, দোল খেলবেন অথচ রঙ লাগবে না, তা আবার হয় নাকি! উৎসবটা যখন রঙের, তখন রঙ তো মাখতেই হবে। 

তবে রঙে থাকা রাসায়নিক ক্ষতি করতে পারে আপনার চুলের গোড়া এবং স্ক্যাল্পকে। রুক্ষ করে তুলতে পারে মাথার চুল-কে। তাই কেমিক্যালযুক্ত রঙ থেকে চুলকে রক্ষা করতে এই টিপসগুলো মেনে চলতে পারেন।

> দুই টেবিল চামচ অলিভ অয়েলের সঙ্গে চার টেবিল চামচ মধু এবং কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে নিন ভালোভাবে। এই পুষ্টিকর প্যাকটি আপনার চুল এবং স্ক্যাল্পে লাগান। ৩০ মিনিট রেখে শ্যাম্পু করে নিন।

> হোলি খেলার পর সঙ্গে সঙ্গে শ্যাম্পু করা এড়িয়ে চলুন। আগে পুরো চুলে ডিমের কুসুম বা দই লাগান ভালো করে। প্রায় ৪৫ মিনিট রাখার পর স্বাভাবিক পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন তারপর শ্যাম্পু করে নিন। এই টোটকায় চুল থেকে রঙ অপসারণ হবে দ্রুত এবং চুলের ক্ষতিও কম হবে।

> নারকেল দুধও চুল থেকে রঙ অপসারণের দুর্দান্ত উপায় হতে পারে। এটি ব্যবহার করলে খুব দ্রুত চুল থেকে রঙ অপসারণ হয়। শ্যাম্পু করার আগে পুরো চুলে নারকেলের দুধ লাগিয়ে বেশ কিছুক্ষণ রাখুন।

> নারকেল তেল হল ত্বক ও চুলের বেস্ট ফ্রেন্ড! রঙ থেকে ত্বক এবং চুল বাঁচাতে হোলি খেলার আগে নারকেল তেল লাগাতে পারেন। এছাড়া, রঙ তোলার জন্য হোলি খেলার পরেও এটি প্রয়োগ করতে পারেন। চুলে শ্যাম্পু করার আগে নারকেল তেল লাগান।

> রঙ খেলতে যাওয়ার আগে চুলে ক্যাস্টর অয়েল বা অলিভ অয়েল লাগান। তাহলে চুল ধোওয়ার সময় সহজেই রং উঠে যাবে। যদি অলিভ অয়েল বা ক্যাস্টর অয়েল না থাকে, তাহলে নারকেল তেল বা আমন্ড অয়েল ব্যবহার করতে পারেন। আগের দিন রাতে তেল ম্যাসাজ করে রাখলে আরও ভালো হয়।

সূত্র: বোল্ডস্কাই
এমএম/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি