চুয়াডাঙ্গায় তাপমাত্রা বেড়ে ৪১.৭ ডিগ্রি, বাড়ছে অস্বস্তি
প্রকাশিত : ১৭:৪১, ২৫ মে ২০২৪
তীব্র তাপপ্রবাহ বয়ে যাওয়া চুয়াডাঙ্গায় আগের দিনের তুলনায় শনিবার তাপমাত্রা বেড়ে দাঁড়িয়েছে ৪১ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াসে।
আবহাওয়া অধিদপ্তরের জেলা কার্যালয় বেলা তিনটার দিকে এ তাপমাত্রা রেকর্ড করে।
চুয়াডাঙ্গায় টানা ৫ দিন মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে।
জেলায় তীব্র গরমের মধ্যে লোডশেডিংয়ে বাড়ছে অস্বস্তি। জীবিকার তাগিদে তীব্র রোদে পুড়ে কাজ করতে হচ্ছে শ্রমজীবী মানুষকে।
দেশের কোনো অঞ্চলের তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে সেখানে মৃদু তাপপ্রবাহ বা দাবদাহ বইছে ধরা হয়। তাপমাত্রা ৩৮ থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রির মধ্যে থাকলে মাঝারি এবং ৪০ থেকে ৪১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তীব্র দাবদাহ ধরা হয়। অন্যদিকে তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি হলে বলা হয় অতি তীব্র দাবদাহ।
চুয়াডাঙ্গায় শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪০ ডিগ্রি সেলসিয়াস।
জেলায় তীব্র গরমে দিনমজুর, ভ্যান ও রিকশাচালকরা কাজ করতে না পেরে অলস সময় পার করছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাস্তাঘাটে লোকজনের চলাচল সীমিত হয়ে পড়ছে।
দামুড়হুদা বাসস্ট্যান্ডের ভ্যানচালক আবদুর রহিম বলেন, ‘কয়েক দিন থেকি যে তাপ পড়চি, তাতে একেবারে টিকা যাচ্চি না। গাছের ছায়ায় গিয়িও শান্তি নেই। ভ্যাপসা গরমে গা ভিজি যাচ্চি। কারেন্টও থাকচি না। তাই বাড়ি গিয়িও শান্তি নেই।’
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, টানা পাঁচ দিন ধরে এ জেলায় মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আজ বিকেল তিনটায় জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস। ওই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৪২ শতাংশ।
এমএম//
আরও পড়ুন