ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

চুয়াডাঙ্গায় বারোমাসি আম চাষে সাফল্য (ভিডিও)

প্রকাশিত : ১৩:০৮, ৮ এপ্রিল ২০১৯ | আপডেট: ১৩:১১, ৮ এপ্রিল ২০১৯

চুয়াডাঙ্গায় থাই বারোমাসি আম চাষে সাফল্য পেয়েছেন জীবননগর উপজেলার কয়েক যুবক। অসময়ে আম বাজারজাত হওয়ায় দামও অনেক বেশি পাওয়া যায়। চুয়াডাঙ্গা জেলার এ আমের সাফল্যের ফলে সারাদেশে ছড়িয়ে পড়ছে থাই জাতের আমের চাষ।

এই অসময়ে চুয়াডাঙ্গার কয়েকটি আমবাগানে থোকায় থোকায় ঝুঁলছে আম। এ আম পাকতে পাকতেই গাছে দেখা যাবে আমের নতুন গুটি। চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার কয়েকটি স্থানে থাই বারোমাসি জাতের আম বাগানে দেখা যাচ্ছে এ দৃশ্য।

২০১০সালের দিকে জীবননগরের আবুল কাশেম থাই বারোমাসি আমগাছ রোপন করেন। একসময় গাছগুলোতে আম আসতে শুরু করে। আম সুস্বাদু হওয়ায় ভোক্তাদের আগ্রহ ও চাহিদা বাড়ায় দামও বাড়তে থাকে। অসময়ে ৫০০ টাকা কেজিতেও বিক্রি হয় এ আম।

চাষীরা জানান, বর্তমানে চুয়াডাঙ্গা জেলায় প্রায় ৮০ বিঘা জমিতে থাই বারোমাসি আমের চাষ হচ্ছে। একটি গাছ থেকে বছরে তিনবার আম সংগ্রহ করা যায়। এ আম পাকলেও প্রাকৃতিক উপায়েই দীর্ঘসময় সংরক্ষণ করা যায়।

এক বিঘা জমিতে আমের চাষ করতে প্রাথমিক পর্যায়ে ৫০ হাজার টাকা খরচ হয়। যা থেকে বছরে ৪ থেকে ৫ লাখ টাকা পর্যন্ত আয় করা সম্ভব বলে জানায় চাষীরা।

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি