চুয়াডাঙ্গায় ভাতিজার কোদালের আঘাতে চাচা খুন
প্রকাশিত : ২২:১৪, ৫ জুলাই ২০১৮
চুয়াডাঙ্গা পৌর এলাকার হাজরাহাটি গ্রামে জমি নিয়ে বিরোধে ভাতিজার কোদালের আঘাতে চাচা সেরেগুল হোসেন (৫৫) খুন হয়েছেন। আহত হয়েছেন সেরেগুলের বড় ছেলে কলেজছাত্র মাসুদ রানা (১৮)।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে হামলার ঘটনায় আহত সেরেগুলকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে দুপুর দেড়টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। রাজশাহী যাওয়ার পথে বিকেলে পাবনার ঈশ্বরদী এলাকায় মারা যান।
নিহতের বড় ছেলে মাসুদ রানা জানান, জমি নিয়ে তার বাবা সেরেগুল ও বাবার ফুফাতো ভাই আবু তালেবের বিরোধ ছিল। বৃহস্পতিবার আবু তালেব ও তার ছেলে আরিফুল মিস্ত্রী নিয়ে বিরোধপূর্ণ জমিতে ঘর তৈরির কাজ শুরু করে। প্রতিবাদ করতে গেলে আরিফুল মাসুদকে লাঠি দিয়ে আঘাত করে। এসময় বাবা সেরেগুল ঠেকাতে গেলে আরিফুল তার মাথায় কোদাল দিয়ে আঘাত করে।
সদর থানার ইন্সপেক্টর (অপারেশন) আমির আব্বাস জানান, জমিজমা নিয়ে বিরোধের জের ধরে খুনের ঘটনা ঘটেছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
এসএইচ/
আরও পড়ুন