ঢাকা, শুক্রবার   ০৩ জানুয়ারি ২০২৫

চুয়েট পর্যন্ত রেলপথ নির্মাণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪০, ১৮ মে ২০১৭ | আপডেট: ১৮:০৯, ১৮ মে ২০১৭

চট্টগ্রাম থেকে রাউজানে অবস্থিত প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়- চুয়েট পর্যন্ত রেলপথ নির্মাণ করা হচ্ছে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী।
সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে মতবিনিময় সভায় তিনি এ’কথা বলেন। ফজলে করিম চৌধুরী আরো জানান, ২০১৮ সালের মধ্যে কক্সবাজারের ঘুমধুম পর্যন্ত রেললাইন স্থাপন করা হবে। এছাড়া, রেলের উন্নয়নে গুচ্ছ পরিকল্পনা নেয়া হয়েছে বলেও জানান তিনি। ফজলে করিম চৌধুরী বলেন, সমন্বয়হীনতার কারণে চট্টগ্রামে উন্নয়ন কর্মকাণ্ড ব্যহত হচ্ছে। সভা শেষে ফজলে করিম চৌধুরী চট্টগ্রাম প্রেসক্লাবের জন্য একটি জেনারেটর হস্তান্তর করেন।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি