ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

চুয়েটে যানবাহন শাখায় যুক্ত হলো বাস ‘সাঙ্গু’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪৯, ৬ নভেম্বর ২০১৮

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)`র যানবাহন শাখায় ‘সাঙ্গু’ নামে নতুন আরো একটি বড় বাস যুক্ত হয়েছে। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে নতুন বাসটির সেবা কার্যক্রমের উদ্বোধন করেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। গণমাধ্যমে পাঠানো বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রায় ৪০ লাখ টাকা ব্যয়ে কেনা এই বাসের আসন সংখ্যা ৫২। নতুন এ বাস সেবায় বিশ্ববিদ্যালয় পরিবহন সংকট কিছুটা কমে আসবে বলেই আশা করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডীন অধ্যাপক ড. মোঃ সাইফুল ইসলাম, ইনস্টিটিউট অফ এনার্জি টেকনোলজি’র পরিচালক অধ্যাপক ড. তাজুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী, যানবাহন পরিচালনা ও ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির, যানবাহন রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী আফজালুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি