ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

চুয়েটের পুরকৌশল বিভাগের তিনদিনব্যাপী আর্ন্তজাতিক কনফারেন্স শুরু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৫৩, ১৯ ডিসেম্বর ২০১৮

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)-এর চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান বলেছেন, বর্তমানে দেশে অসংখ্য অবকাঠামোগত উন্নয়ন কাজ চলছে। এসব কাজে সিভিল ইঞ্জিনিয়ারদের ভূমিকা ও অবদান অপরিহার্য। আমাদের দেশের প্রকৌশলীরা ইতোমধ্যে তাদের সক্ষমতা দেখিয়েছে। তবে বহিঃর্বিশ্বের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের আবিষ্কার ও অগ্রগতির সাথে সঙ্গতি রেখে আমাদেরকেও এগিয়ে যেতে হবে। বিশেষ করে নির্মাণকাজ ও পদ্মা সেতুর মত মেগা প্রজেক্ট তৈরির ক্ষেত্রে খরচ কমানোর পাশাপাশি নির্মাণকাজ টেকসই করতে চ্যালেঞ্জগুলো নিয়ে কাজ করতে হবে।     

ইউজিসি চেয়ারম্যান আরো বলেন, ঢাকায় বর্তমানে দুই কোটির বেশি মানুষ বসবাস করে। পৃথিবীর অনেক দেশে সমান সংখ্যক জনগণই নেই। এখানকার নাগরিকদের মৌলিক অধিকার নিশ্চিত করতে কাজ করার সিভিল ইঞ্জিনিয়ারদের প্রচুর সুযোগ রয়েছে। কীভাবে সুষমভাবে নাগরিক সুবিধা নিশ্চিত করা যায়- সে বিষয়ে এ ধরণের আন্তর্জাতিক কনফারেন্স থেকে ফলপ্রসু কিছু সমাধান বেরিয়ে আসবে বলে আমি মনে করি।  

বুধবার (১৯ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর পুরকৌশল বিভাগের আয়োজনে পুরকৌশল খাতের অগ্রগতি শীর্ষক তিনদিনব্যাপী ৪র্থ আন্তর্জাতিক কনফারেন্স ‘আইসিএসিই-২০১৮’  ((4th International Conference on Advances in Civil Engineering; ICACE-2018)- উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

পুরকৌশল বিভাগের বিভাগীয় প্রধান এবং কনফারেন্স চেয়ার অধ্যাপক ড. মো. মইনুল ইসলামের সভাপতিত্বে গেস্ট অব অনার ছিলেন, চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।

পুরকৌশল বিভাগের সহকারী অধ্যাপক শ্যাম আচার্যের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন, কনফারেন্স সেক্রেটারি এবং পুরকৌশল বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. আফতাবুর রহমান।  

এছাড়া আরো বক্তব্য রাখেন, জাপানের অধ্যাপক ড. তাকাশি মাতসুশিমা (Prof. Dr. Takashi Matsushima) এবং থাইল্যান্ডের অধ্যাপক ড. পেনাং ওয়ারনিতেহাই (Prof. Dr. Pennung Warnitehai)|

অনুষ্ঠানের শুরুতে সিভিল ইঞ্জিনিয়ার-এর বর্তমান অগ্রগতি বিষয়ে একটি ভিডিওচিত্র উপস্থাপন করেন পুরকৌশল বিভাগের প্রভাষক অপু চন্দ্র দেবনাথ।

অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বলেন, সিভিল ইঞ্জিনিয়ারদের জন্য আমাদের দেশে কাজের সুযোগ ও পরিধি বাড়ছে। বহিঃর্বিশ্বের সাথে পাল্লা দিয়ে আমাদের প্রকৌশলীরাও অবদান রাখছেন। পদ্মাসেতুর মত মেগা প্রজেক্টে সেই সক্ষমতাই প্রতিফলিত হয়েছে।

এবারের কনফারেন্সে বাংলাদেশসহ ১০টি দেশের যন্ত্রকৌশল বিষয়ের অন্তত কয়েকশত শিক্ষক,গবেষক, বিজ্ঞানী, প্রফেশনাল এবং উদ্যোক্তাগণ অংশগ্রহণ করছেন। 

এতে পুরকৌশল সম্পর্কিত ৬টি বিষয়ে মোট ২৩টি সেশনে ১৮৭টি প্রবন্ধ উপস্থাপন করা হচ্ছে। একইসঙ্গে চট্টগ্রামের জলাবদ্ধতা, পানি নিষ্কাশন, ভুমিকম্প, যোগাযোগ ও পরিবহণ ব্যবস্থা, টেকসই নির্মাণ প্রকৌশলসহ বিভিন্ন জনগুরুত্বপূর্ণ ইস্যুগুলো গুরুত্ব পাচ্ছে।  

এদিকে আগামীকাল ২০ ডিসেম্বর (বৃহস্পতিবার) সন্ধ্যায় নগরীর রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ’র মেজবান হলে কনফারেন্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। পুরো আয়োজনের পৃষ্ঠপোষকতায় থাকছে- কনফিডেন্স সিমেন্ট লিমিটেড এবং জিপিএইচ ইস্পাত লিমিটেড।

কেআই/এসি 

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি