ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

চূড়ান্ত দল ঘোষণা করল আর্জেন্টিনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১৫, ২১ মে ২০২২

কোপা জয় উদযাপনে আর্জেন্টিনা

কোপা জয় উদযাপনে আর্জেন্টিনা

ইউরো চ্যাম্পিয়ন ইতালির বিপক্ষে লড়াইয়ের জন্য চূড়ান্ত দল ঘোষণা করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ। শুক্রবার (২০ মে) ২৯ সদস্যের এই দল ঘোষণা করে সংস্থাটি।

আগামী ১ জুন মেগা এই ফাইনালে জিতে আরেকবার চ্যাম্পিয়ন হতে ইংল্যান্ডের বিখ্যাত ওয়েম্বলি স্টেডিয়ামে ইতালির বিপক্ষে মাঠে নামবে কোপা চ্যাম্পিয়নরা।

এর আগে ঘোষিত ৩৫ সদস্যের প্রাথমিক দল থেকে ছয় ফুটবলারের জায়গা হয়নি চূড়ান্ত তালিকায়। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন- লুকাস আলারিও ও লুকাস ওকাম্পোস।

এছাড়াও সবশেষ ম্যাচে অ্যাস্টন ভিলার হয়ে গোল করা এমিলিয়ানো বুয়েন্দিয়া, নিকোলাস ডোমিঙ্গেজ, লুকাস মার্টিনেজ কুয়ার্তাদেরও জায়গা হয়নি চূড়ান্ত দলে।

অপরদিকে দলে ঠিকই জায়গা করে নিয়েছেন পাওলো দিবালা। আর যে ডিফেন্ডারকে নিয়ে ইতালি ও আর্জেন্টিনার টানাটানি, সেই মার্কো সেনেসিও আছেন ২৯ সদস্যের এই দলে।

ফাইনালের জন্য আর্জেন্টিনার ২৯ সদস্যের দল-

গোলরক্ষক
এমিলিয়ানো মার্টিনেজ (অ্যাস্টন ভিলা)

জোয়ান মুসো (আটালান্টা)

হেরোনিমো রুলি (ভিয়ারিয়াল)

ফ্রাঙ্কো আরমানি (রিভার প্লেট)

রক্ষণভাগ
গঞ্জালো মন্টিয়েল (সেভিয়া)

নাহুয়েল মলিনা (উদিনেস)

জোয়ান ফয়েথ (ভিলারিয়াল)

ক্রিশ্চিয়ান রোমেরো (টটেনহ্যাম হটস্পার)

হেরমান পেৎজেলা (রিয়াল বেটিস)

মার্কোস সেনেসি (ফেয়েনুর্দ)

নিকোলাস ওটামেন্ডি (বেনফিকা)

লিসান্দ্রো মার্টিনেজ (আয়াক্স)

নাহুয়েন পেরেজ (উদিনেস)

নিকোলাস টালিয়াফিকো (আয়াক্স)

মার্কোস আকুনইয়া (সেভিয়া)

মধ্যমাঠ
গুইদো রদ্রিগেজ (রিয়াল বেটিস)

অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার (ব্রাইটন)

রদ্রিগো ডি পল (অ্যাটলেটিকো মাদ্রিদ)

এসকিয়েল পালাসিওস (বেয়ার লেভারকুসেন)

জিওভানি লো চেলসো (ভিয়া রিয়াল)

আক্রমণভাগ
লিওনেল মেসি (পিএসজি)

আলেসান্দ্রো পাপু গোমেজ (সেভিয়া)

নিকোলাস গঞ্জালেস (ফিওরেন্তিনা)

অ্যাঞ্জেল ডি মারিয়া (পিএসজি)

অ্যাঞ্জেল কোরেয়া (অ্যাটলেটিকো মাদ্রিদ)

জোয়াকিন কোরেয়া (ইন্টার মিলান)

জুলিয়ান অ্যালভারেজ (রিভার প্লেট/ম্যানসিটি)

লাওতারো মার্টিনেজ (ইন্টার মিলান)।

পাওলো দিবালা (জুভেন্টাস)

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি