ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

চেলসির জালে টটেনহ্যামের ৩ গোল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১১, ২৫ নভেম্বর ২০১৮

ইংলিশ প্রিমিয়ার লিগের লন্ডন ডার্বিতে চেলসির বিপক্ষে একটি করে গোল করলেন ডেলে আলি, হ্যারি কেইন ও সন হিয়ুং-মিন। আর শেষ দিকে অলিভিয়ে জিরুদ লক্ষ্যভেদ করলেও শেষ রক্ষা হয়নি চেলসির।

শনিবার ওয়েম্বলি স্টেডিয়ামে ৩-১ গোলে জিতেছে টটেনহ্যাম হটস্পার। ফলে ১৩ ম্যাচ ১০ জয়ে ৩০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে টটেনহ্যাম। আর ১২ ম্যাচ অপরাজিত থাকার পর প্রথম হারের স্বাদ পাওয়া চেলসি তৃতীয় স্থান থেকে এক ধাপ পিছিয়ে গেল। ১৩ ম্যাচে তাদের পয়েন্ট ২৮।

লন্ডন ডার্বিতে এ দিন শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করে টটেনহ্যাম। এর ফলে ম্যাচের অষ্টম মিনিটেই এগিয়ে যায় তারা। ক্রিস্টিয়ান এরিকসেনের ফ্রি কিকে হেডে লক্ষ্যভেদ করেন ইংলিশ মিডফিল্ডার ডেলে আলি। এই গোলের আট মিনিট পরেই টটেনহ্যামের হয়ে দ্বিতীয় গোল করেন হ্যারি কেন। প্রথমার্ধে ম্যাচের ফল ছিল ২-০।

বিরতি থেকে ফিরে খেলা শুরু হতেই ফের হ্যারি কেনদের হয়ে ব্যবধান বাড়ান সন হিউং-মিন। ম্যাচের একদম অন্তিম লগ্নে চেলসির হয়ে ব্যবধান কমান অলিভিয়ে জিরুদ। ফলে বড় ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে টটেনহ্যাম।

সূত্র: গোল ডটকম

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি