ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

চোখের জলে বার্সা ছাড়লেন ইনিয়েস্তা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৪১, ২১ মে ২০১৮

মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে বিশ্ব ফুটবল একে একে বহু তারকাকেই তাদের দীর্ঘদিনের আস্তানা ছেড়ে যেতে দেখেছে। ওয়েঙ্গার থেকে বুফোঁ-তোরেস হয়ে সেই তালিকা দীর্ঘায়িত হল ইনিয়েস্তার বার্সা ত্যাগে।

ওয়েঙ্গার হোক, অথবা বুঁফো, ন্যু ক্যাম্পের চিত্রনাট্যটাই ছিল খানিকটা একই রকম। বিদায় সংবর্ধনায় ওয়েঙ্গারকে যেমন আকুণ্ঠ ভালোবাসায় ভরিয়ে দিয়েছে গানার্স সমর্থকরা, ইনিয়েস্তাও পেলেন একই রকমের বিদায়ী মঞ্চ। আবার ক্লাবকে চ্যাম্পিয়ন করিয়ে বুফোঁর ওল্ড লেডি ছেড়ে যাওয়ার সঙ্গে ইনিয়েস্তার বার্সেলোনা ছাড়ার প্রেক্ষাপটটাও অবিকল এক।

আগেই লিগ চ্যাম্পিয়ন হওয়া জুভেকে চোখের জলে বিদায় জানিয়েছিলেন বুফোঁ। শেষবেলায় ইনিয়েস্তারও চোখের জল বাধ মানেনি। তার সঙ্গে কেঁদেছে গোটা ন্যু ক্যাম্প। লা লিগার খেতাব ইতিমধ্যেই ঝুলিতে পোরা বার্সেলোনা প্রিয় তারকাকে বিদায় জানাতে গিয়ে চোখের জলে ভিজেছে।

লিগের ফয়সলা হয়ে গিয়েছে বহু আগেই। লা লিগার সমাপ্তি সূচক ম্যাচটা বার্সা এবং স্প্যানিশ লিগে ইনিয়েস্তার বিদায়ী ম্যাচ হিসাবেই স্মরণীয় হয়ে থাকবে চিরকাল। রিয়াল সোসিয়েদাদের বিরুদ্ধে বার্সেলোনাকে শেষবার নেতৃত্ব দিতে নামা ইনিয়েস্তা ৮২ মিনিটে যখন মাঠ ছাড়েন, স্তব্ধ হয়ে যায় ম্যাচের গতি। সতীর্থরা ছাড়াও একে একে বিপক্ষ ফুটবলার এবং রেফারিও জড়িয়ে ধরে শেষ বারের মাতো ইনিয়েস্তার ন্যু ক্যাম্প ছাড়ার মুহূর্তটাকে আবেগঘন করে তোলেন। ডাগআউটে বসে ছলছল চোখে ম্যাচের বাকি সময়টা কাটিয়ে দেন তিনি।

৫৭ মিনিটে কুটিনহোর একমাত্র গোলে ইনিয়েস্তার বিদায়ী ম্যাচকে জয় দিয়ে স্মরণীয় করে রাখে বার্সা। ম্যাচ শেষ হওয়া মাত্রাই মাঠ জুড়ে নেমে আসে অন্ধকারের নিস্তব্ধতা। পরক্ষণেই নিয়ন আলোয় শুরু হয় বার্সেলোনায় ইনিয়েস্তার কেরিয়ার উদযাপণের বর্ণাঢ্য অনুষ্ঠান।

সতীর্থ ও সমর্থকদের ভালোবাসায় ভেসে ইনিয়েস্তা যখন মাইক্রোফোন হাতে তুলে নেন, আবেগে উচ্ছ্বাসে উদ্বেলিত ন্যু ক্যাম্পে তখন ‘পিন ড্রপ সাইলেন্স’। কাঁপা কাঁপা গলায় ইনিয়েস্তা ধন্যবাদ জ্ঞাপন করেন ৩১টি ট্রফি এনে দেওয়া ক্লাব, সতীর্থ ও সমর্থদের। পরক্ষণেই বলে ওঠেন, ‘আজকের দিনে আবেগ ধরে রাখা মুশকিল। এখানে এসেছিলাম একজন বালক হিসাবে। ক্লাব ছাড়ছি পরিণত মানুষ হয়ে। বিদায় বার্সা।’

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি