ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

‘চোর’ হলেন ‘সেরা সুন্দরী’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩৮, ২৭ নভেম্বর ২০১৭ | আপডেট: ১৩:১২, ২৮ নভেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

কখনও শুনেছেন চোরের মাথায় ঠাই পেয়েছে সেরা সুন্দরী এর মুকুট? তাও আবার সাত সাতটি চুরির মামলার আসামী? যদি না শুনে থাকেন তাহলে এখন পড়ে নিন।

ব্রাজিলের একটি সুন্দরী প্রতিযোগিতায় প্রথম হয়েছেন সাতটি চুরির মামলার আসামী এবং একটি মামলায় দোষী সাব্যস্ত এক নারী চোর। তার নাম মায়ানা রোজা আলভেস। অন্য সুন্দরী প্রতিযোগিতায় অংশ নেয়া সবাই ছিলেন রিও ডি জেনেরিও এর এক কারাগারে থাকা বন্দীরা। অন্য সব সাধারণ সুন্দরী প্রতিযোগিতায় যা যা থাকে তার সবই ছিল এ প্রতিযোগিতায়। শুধু স্থানটি ছিল কারাগার।

ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদনে জানানো হয়, ব্রাজিলের এই কারাগারটিতে থাকেন দেশটির কুখ্যাত সব কয়েদিরা। তাদেরকে নিয়েই ‘টিবি গার্ল’ নামে আয়োজন করা হয় সুন্দরী প্রতিযোগিতার। সেখানেই সবাইকে ছাড়িয়ে সেরা সুন্দরীর মুকুট পরেন মায়ানা।

প্রতিযোগিতায় অংশ নেয় ১০জন নারী প্রতিযোগী। নারী বন্দীদের শারীরিক আবেদন, সৌন্দর্য এবং উপস্থাপনার ভিত্তিতে যাচাই করা হয় সুন্দরীদের। এসময় প্রতিযোগিতা উপলক্ষ্যে কয়েদীদের স্বজনদের কারাগারে প্রবেশ করতে দেয়া হলে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

সূত্রঃ দ্য ডেইলী মেইল

//এস এইচ এস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি