ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-পাকিস্তান মহারণের কবে?

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৩২, ২৩ ডিসেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

ভারত-পাকিস্তান ইস্যু নিয়ে নানা অনিশ্চয়তার পর অবশেষে চূড়ান্ত হয়েছে ক্রিকেটের শীর্ষ আট জাতির এলিট টুর্নামেন্ট আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন। শেষ পর্যন্ত হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে সমস্যার সুরাহা করা হয়েছে। আগামী ১৯ ফেব্রুয়ারি শুরু হয়ে ৯ মার্চ পর্যন্ত চলবে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির আসর।

চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেলে হবে কি হবে না তা নিয়ে ভারত এবং পাকিস্তানের দরকষাকষির কারণে এখনো টুর্নামেন্টের চূড়ান্ত সূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

তবে জটিলতা কেটে যাওয়ায় শিগগিরই সূচির বিষয়ে ঘোষণা আসতে যাচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তবে এর আগে ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএন ক্রিকইনফো গুরুত্বপূর্ণ কিছু ম্যাচের সূচি প্রকাশ করেছে।

তাদের বরাতে জানা গেছে, আগামী ২৩ ফেব্রুয়ারি নিরপেক্ষ ভেন্যুতে অনুষ্ঠিত হবে ভারত-পাকিস্তান মহারণ।

তবে ম্যাচটি কোন ভেন্যুতে হবে সে ব্যাপারে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি। তবে সংযুক্ত আরব আমিরাতকে (ইউএই) নিরপেক্ষ ভেন্যু হিসেবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বেছে নিয়েছে বলে জানিয়েছেন বোর্ডের মুখপাত্র আমির মীর।

প্রসঙ্গত, আগামী ১৯ ফেব্রুয়ারি পর্দা উঠবে চ্যাম্পিয়ন্স ট্রফির। টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী ম্যাচ তথা ফাইনাল অনুষ্ঠিত হবে ৯ মার্চ। আর বাংলাদেশ প্রথম ম্যাচে মাঠে নামবে ২০ ফেব্রুয়ারি, প্রতিপক্ষ ভারত।

এমিব


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি