ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৩৮, ৩ জুন ২০১৭ | আপডেট: ১০:২৩, ৩ জুন ২০১৭

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে আজ মাঠে নামছে দুই বিশ্ব সেরা ক্লাব স্প্যানিশ রিয়াল মাদ্রিদ ও ইতালিয়ান ক্লাব জুভেন্টাস। কার্ডিফের প্রিন্সিপালিটি স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত পৌনে একটায়। জিনেদিন জিদানের দলের স্বপ্ন প্রথম দল হিসেবে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা ধরে রাখা। আর জুভেন্টাসের লক্ষ্য ক্লাবের ইতিহাসে প্রথমবারের মতো ‘ট্রেবল’ জেতা।


চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলের ফাইনালে এবার ভিন্ন এক মহারণ দেখবে বিশ্ব। এই ম্যাচের আগেই এগারবার শিরোপা জিতে ফুটবলপ্রেমিদের হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছে রিয়াল মাদ্রিদ। এবার জিতলে দ্বাদশ শিরোপা ঘরে তুলবে স্প্যানিশ জায়ান্টরা। ইতিহাস গড়ার মিশনে জয় ছাড়া কিছুই ভাবছেনা জিদানের শিষ্যরা। রোনালদো আর ওয়েলসের ঘরের ছেলে গ্যারেথ বেলকে নিয়ে গড়া বিশ্বসেরা আক্রমনভাগ। দলের প্রাণভোমরা রোনালদো আছেন ছন্দে। এই মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে ১০০ গোলের মাইলফলক ছুঁয়েছেন এই পর্তুগিজ তারকা। এমন দল নিয়ে নতুন কিছুর স্বপ্নে বিভোর রিয়াল শিবির।

অন্যদিকে, ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাস। জমজমাট রক্ষণভাগের দারুন নৈপুণ্য দিয়ে ফাইনালের টিকিট পেয়েছে তারা। ক্লাবের ইতিহাসে ট্রেবল জেতার সুযোগ তাদের সামনে। ১৯৮৫ ও ৯৬ সালে ইউরোপ সেরার মুকুট জয়ের পর আবারো হাতছানি নতুন রেকর্ড গড়ার। গোলপোস্টে থাকবেন অতন্দ্র প্রহরি দলপতি জিয়ানলুইজি বাফন। এছাড়া, অভিজ্ঞ গঞ্জালো হিগুইন ছাড়াও দিবালার মত তারকাদের নিয়ে স্বপ্নের জাল বুনছেন মাসিমিলানো অ্যালেগ্রি।
ইউরোপের শীর্ষ প্রতিযোগিতায় এর আগে ১৮ বার দেখা হয়েছে দল দু’টির। আটটি করে ম্যাচ জিতেছে উভয় দল, দুটি ড্র হয়েছে।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি