ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

চড়া মসলার বাজার, হাজার টাকা বেড়েছে এলাচে

পার্থ সারথি

প্রকাশিত : ১৮:২২, ১৭ মে ২০২৪

একমাসের মধ্যে এলাচের দাম কেজি প্রতি বেড়েছে হাজার টাকা। জিরাসহ অনান্য মসলার দরও বেড়েছে। সরবারহের ঘাটতি না থাকলেও বেশিরভাগ পণ্যের দাম বাড়তি । কিছু সবজির দাম কমলেও কয়েকটির দাম একশ’র ঘরে পৌঁছেছে। মাংস ও ডিমের বাজারেও কমেনি অস্থির ভাব। 

সবজির বাজার আরও চড়েছে। কাঁচা মরিচ বিক্রি হচ্ছে প্রতি কেজি ১২০ থেকে ১৪০ টাকা। কাচা পেঁপের দাম ঠেকেছে ১০০ টাকায়। টমেটোর বিক্রি হচ্ছে ৭০ টাকায়।

ব্রয়লার মুরগির দাম কিছুটা কমে প্রতি কেজি স্থানভেদে ২১০-২২০ টাকায় বিক্রি হচ্ছে। সোনালি ও লেয়ার জাতের মুরগি সাড়ে তিনশ’ থেকে ৪০০ টাকায় বিক্রি হচ্ছে।

খাসির মাংস আগের মতোই ১১০০ থেকে ১২০০ টাকা। আর গরুর মাংসের কেজি সাড়ে সাতশ’ থেকে ৮০০ টাকা।

টানা যাচ্ছে না ডিমের দামের লাগাম। এক ডজন ডিম কিনতে ক্রেতার পকেট থেকে যাচ্ছে দেড়শ’ টাকা। 

বিক্রেতা জানান, ডিমের দাম সব রেকর্ড ভেঙে ফেলবে।

ক্রেতারা জানান, প্রতিদিন পণ্যের দাম বাড়ছে। আমাদের মতো যারা মধ্যবিত্ত, তাদের চলতে খুবই কষ্ট হচ্ছে। 

আমদানি করা কয়েকটি পণ্যের বাজারও ঊর্ধ্বমুখী। বিশেষ করে জিরা, এলাচ, আদা, রসুনের দরও বাড়তি। বিক্রেতা জানান, এই সময় প্রতিবছরই বাড়ে, তবে এবার অতিরিক্ত বেড়ে গেছে। গতবছর এলাচ কেনা ছিল ১৮-১৯শ’ টাকা বিক্রি করেছি ২৪শ’ টাকা দরে। এবার এক কেজি এলাচে ৯শ’ টাকা বেড়ে গেছে।

চাল, ডাল, আটা, ময়দা, সয়াবিন তেলসহ অনান্য নিত্যপণ্য আগের দামেই বিক্রি হচ্ছে। 

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি