ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ছয় জিম্মির মরদেহ উদ্ধারে উত্তাল ইসরায়েল

আশরাফ শুভ

প্রকাশিত : ১২:১২, ২ সেপ্টেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

গাজায় হামাসের হাতে আটক ছয় জিম্মির মরদেহ উদ্ধারের পর বিক্ষোভে ফেটে পড়েছে গোটা ইসরায়েল। সরকারবিরোধী আন্দোলনে রাস্তায় হাজারো মানুষের ঢল।

যুদ্ধবিরতির দাবিতে সোমবার সারাদেশে ধর্মঘটের ডাক দিয়েছে ইসরায়েলের প্রধান এবং বৃহত্তম শ্রমিক ইউনিয়ন। 

রোববার রাতে বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। অনেক বিক্ষোভকারী তেল আবিবে রাস্তা ব্লক করেছে এবং পশ্চিম জেরুজালেমে নেতানিয়াহুর কার্যালয়ের বাইরে বিক্ষোভ করেছে। 

গাজার রাফাহ অঞ্চলে অভিযান পরিচালনার সময় রোববার একটি টানেল থেকে ৬ জিম্মির মরদেহ উদ্ধার করে ইসরায়েলের সেনারা। 

খবরটি জানাজানির পর থেকেই প্রতিবাদ-বিক্ষোভের আগুন জ্বলে উঠে গোটা ইসরায়েলজুড়ে। তেল আবিব  জেরুজালেমসহ দেশটির সবকটি গুরুত্বপূর্ণ শহরে বিক্ষোভে নেমেছে হাজারো মানুষ। জিম্মিদের মৃত্যুর জন্য প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে দায়ী করছেন তারা।  

এদিকে সোমবার দেশজুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে ইসরায়েলের প্রধান শ্রমিক ইউনিয়ন হিসটাদ্রুত। বিমানবন্দর, ব্যাংকিং  ও স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাত এই ধর্মঘটের আওতায় থাকবে। 

সরকারের ওপর চাপ বাড়াতে এদিন বিক্ষোভ কর্মসূচির ডেকেছে জিম্মিদের পরিবারও। এই অবস্থায় হামাসের কাছে বন্দি নাগরিকদের মুক্ত করতে ইসরায়েল সরকারের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।

তীব্র বিক্ষোভের মুখে নেতানিয়াহু বলছেন, যুদ্ধ বিরতির চুক্তি চায় না হামাস। তবে হামাসের দাবি, ইসরায়েলের প্রধানমন্ত্রীই এই চুক্তি আটকে রেখেছেন। 

এদিকে গাজায় ২৪ ঘণ্টায় শরণার্থী শিবিরসহ বিভিন্ন জায়গায় হামলা চালিয়ে অর্ধশতাধিক ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। পশ্চিম তীরে ষষ্ঠ দিনের মতো ইসরায়েলি অভিযান অব্যাহত থাকায় মৃতের সংখ্যা বেড়ে ২৬ জনে দাঁড়িয়েছে।

হামলার মধ্যেই প্রথম দিন ৭২ হাজার ৬১১ জন শিশুকে পোলিও টিকা দিয়েছে ফিলিস্তিন কর্তৃপক্ষ।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি