ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ছাত্র আন্দোলনে অস্ত্র উচিয়ে গুলিবর্ষণকারী তৌহিদ গ্রেপ্তার

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত : ১৭:০৭, ২৩ নভেম্বর ২০২৪

গত ১৮ জুলাই নগরের বহদ্দারহাটে অস্ত্র হাতে চট্টগ্রাম নগর যুবলীগের কর্মী মো. তৌহিদ

গত ১৮ জুলাই নগরের বহদ্দারহাটে অস্ত্র হাতে চট্টগ্রাম নগর যুবলীগের কর্মী মো. তৌহিদ

Ekushey Television Ltd.

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে প্রকাশ্যে অস্ত্র উচিয়ে গুলি বর্ষণকারী চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী তৌহিদুল ইসলাম ওরফে হরি তৌহিদকে গ্রেফতার করেছে মহানগর পুলিশ।

শনিবার দুপুরে দামপাড়া পুলিশ লাইন্সে সিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় পুলিশ।

এর আগে শুক্রবার রাতে সাতক্ষীরা জেলার কমলনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার পুলিশ। 

গ্রেপ্তার তৌহিদ চান্দগাঁও ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এসরারুল হকের অনুসারী হিসেবে পরিচিত। গ্রেফতার সন্ত্রাসী তৌহিদ যুবলীগের কর্মী।

তার বিরুদ্ধে সিএমপির বিভিন্ন থানায় হত্যা, অস্ত্রবাজি, চাঁদাবাজি, মাদক ও ছিনতাইয়ের ১২টি মামলা রয়েছে। 

এর মধ্যে পাঁচটিই হচ্ছে বৈষম্যবিরোধী আন্দোলনে সময় হত্যা মামলা। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি