ছাত্র হত্যার দায়ে অভিযুক্ত ২ মাদ্রাসা শিক্ষক ধরা পড়েনি (ভিডিও)
প্রকাশিত : ১৩:০৮, ২৩ সেপ্টেম্বর ২০১৮
নওগাঁয় অমানবিক নির্যাতনে ছাত্র হত্যার দায়ে অভিযুক্ত দুই মাদ্রাসা শিক্ষক এখনো ধরা পড়েনি। মান্দার দোসতি দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণীর দুই ছাত্রকে পিটিয়ে আহত করে ওই দুই শিক্ষক। গেলো বৃহস্পতিবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আহত একজনের মৃত্যু হয়। বিক্ষুব্ধ অভিভাবক ও এলাকাবাসী ঘটনার বিচার দাবি করেছে।
গেল মঙ্গলবার নওগাঁর মান্দা উপজেলার দোসতি দাখিল মাদ্রাসায় দুই শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ ওঠে।
সহপাঠিকে উত্যক্ত করার অভিযোগে মাদরাসার শিক্ষক হারুন উর রশিদ ও আব্দুর রাজ্জাক, সপ্তম শ্রেণীর ছাত্র জয়নাল আবেদিন ও ফয়সাল ইকবালকে আমগাছের ডাল ও বাঁশের কঞ্চি দিয়ে পিটিয়ে আহত করে। একপর্যায়ে তাদের মাদ্রাসা থেকে বের করে দেয়া হয়।
আহত দুজনের মধ্যে জয়নাল জ্ঞান হারালে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে নেয়া হয় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে। পরে বৃহস্পতিবার সন্ধ্যায় মারা যায় জয়নাল।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আরেক ছাত্র ফয়সালের অবস্থা এখনও সংকটাপন্ন।
এদিকে মাদ্রাসা শিক্ষকদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করছে মাদ্রাসা কর্তৃপক্ষ।
তবে তদন্ত করে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে পুলিশ।
এ ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা। অভিযুক্ত শিক্ষকদেও দৃষ্টান্তমুলক শাস্তির দাবি করেছেন অভিভাবক ও এলাকাবাসী।
আরও পড়ুন