ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

ছাত্রজীবনে বেরিবেরি চোখের রোগে আক্রান্ত হয়েছিলেন শেখ মুজিবুর রহমান

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রামী জীবন আলেখ্য (পর্ব-০৩)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩২, ১০ ফেব্রুয়ারি ২০২৩ | আপডেট: ১৯:৫৬, ১৩ ফেব্রুয়ারি ২০২৩

১৯৩৭ সালের আগ পর্যন্ত বেশ ভালোভাবেই চলছিল শেখ মুজিবের পড়ালেখা। কিন্তু মাঝখানে বাদ সাধে চোখের অসুখ। বেরিবেরি রোগে আক্রান্ত হন বাঙালির কিংবদন্তি শেখ মুজিব। স্থানীয় চিকিৎসকের সেবা নিয়েও সুস্থ হচ্ছিলেন না তিনি। অতপর বন্ধ হয়ে যায় তাঁর পড়ালেখা। বঙ্গবন্ধুর বাবা শেখ লুৎফর রহমান ও মা সায়রা খাতুন চিন্তায় পড়েন সন্তানের ভবিষ্যত নিয়ে। দূরারোগ্য ব্যাধি সারাতে তাই কলকাতায় নেয়া হয় শেখ মুজিবুর রহমানকে। চোখের অপারেশন হয় সেখানেই। 

এই সময়টাতে পড়ালেখার চরম ব্যাঘাত ঘটে কিশোর মুজিবের। অস্থির সে সময়ে ক্রমশ: প্রতিবাদী কণ্ঠস্বর হয়ে টুঙ্গিপাড়ার গিমাডাঙা কিংবা গোপালগঞ্জের পাবলিক স্কুলের শিক্ষক শিক্ষার্থীর কাছে বিশেষ পরিচিতি পেয়েছিলেন মুজিব। এমনিভাবে কেটে যায় ৪ বছর। 

অতপর নতুন করে বিদ্যালয়যাত্রা। শুরু হয় পড়াশোনা। বাধা অতিক্রম করে ক্ষতি পুষিয়ে নেয়ার প্রবল বাসনা ছিল তাঁর। এরই মাঝে ১৯৩৮ সালে বেগম ফজিলাতুন্নেছার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন বাংলাদেশের স্থপতি। মুজিবের বয়স তখন ১৮। 

( ড. অখিল পোদ্দার, প্রধান বার্তা সম্পাদক, একুশে টেলিভিশন) 
 email: podderakhil@gmail.com

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি