ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ছাত্রদল অঙ্গসংগঠন নয়, স্বকীয় সংগঠন: বিএনপি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১২, ২৯ নভেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

জাতীয়তাবাদী ছাত্রদল ও শ্রমিক দলকে নিজেদের অঙ্গ সংগঠন নয় বলে দাবি করেছে বিএনপি । বরং তারা স্বকীয় সহযোগী সংগঠন হিসেবে সাংগঠনিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে বলে নির্বাচন কমিশনকে জানিয়েছে দলটি।

উল্লেখ্য, ২০০৮ সালে নির্বাচন কমিশনের গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুসারে রাজনৈতিক দলগুলোর ছাত্র ও পেশাজীবীদের কোন অঙ্গ সংগঠন থাকতে পারবে না।

সে অনুসারে ২০০৯ সালে বিএনপির অঙ্গ সংগঠনের তালিকা থেকে জাতীয়বাদী ছাত্রদল ও জাতীয়তাবাদী শ্রমিক দলকে বাদ দেয় দলটি । ওই বছরই সংগঠন দুটিকে স্বকীয় সংগঠন হিসেবে ঘোষণা করা হয়। কিন্তু ২০১৪ সালে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির অনুমোদনের সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নিজে সে কমিটির অনুমোদন দেন। 

রাজনৈতিক দলগুলো তাদের নিবন্ধনের শর্ত পূরণ করছে কি না, সে বিষয়ে ইসির জিজ্ঞাসার জবাবে এক চিঠিতে বিএনপি এ কথা জানিয়েছে। এদিকে নির্ধারিত সময়ে প্রতিবেদন না দিতে পারায় দুঃখ প্রকাশ করে মির্জা ফখরুল বলেন বিস্তারিত প্রতিবেদন জমা দিতে আরও কিছুদিন সময় লাগবে। তাই সময় চেয়েছে দলটি।

এমজে/ এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি