ঢাকা, শুক্রবার   ১৮ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ছাত্রদের ওপর হামলার নেতৃত্বদানকারী সৈকতসহ ৬ জন গ্রেপ্তার

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১০:৪২, ১০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে গাজীপুর এলাকায় ছাত্রদের উপর হামলার নেতৃত্বদানকারী,  মহানগর তাঁতীলীগ নেতা শাহরিয়ার হোসেন সৈকতসহ ৬ জন গ্রেপ্তার করেছে র‍্যাব-১। 

বুধবার রাতে টঙ্গীতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে একটি বিদেশী পিস্তল, ৪ রাউন্ড শর্টগানের বুলেট, ১৯৫ গ্রাম হিরোইন উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- শাহরিয়ার হোসেন সৈকত, শাহানুর আহমেদ অমিত, হিরা, মোঃ বায়জিদ, জাহিদ  ও নূর ইসলাম।

র‍্যাব জানায়, শাহরিয়ার হোসেন সৈকত বিভিন্ন সময় অস্ত্রসহ মাদকসম্রাট রবিউল ইসলাম বাবুর সহযোগী হিসেবে ভীতি সঞ্চার করার জন্য শোডাউন করতেন। একই সাথে তিনি টঙ্গীর মাজারবস্তিতে বিভিন্ন স্পটে মাদক বিপণন করেন। গত ২৭ মার্চ টঙ্গীর বড়বাজার মসজিদ এলাকায় তিনি একজন সংবাদ কর্মীকে প্রাণনাশের উদ্দেশ্যে ফাঁকা গুলি করেন বলে টঙ্গী পূর্ব থানা হতে অভিযোগ পাওয়া যায়। 

প্রাপ্ত তথ্য অনুযায়ী র‍্যাবের একটি দল বুধবার ভোররাতে টঙ্গী পূর্ব থানাধীন সেনকল্যাণ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। পরে জিজ্ঞাসাবাদের জন্য তাকে র‍্যাব-১ নিয়ে আসা হয়। তার এন্ড্রয়েড মোবাইল ফরেনসিক করে মাজার বস্তির একটি নির্দিষ্ট স্থানে মাদক বিক্রিসহ, নারীদের ব্যবহার করে হানিট্রাপিং এবং মাদক বিক্রি করে অর্জিত বিপুল পরিমাণ টাকার ভিডিও এবং ছবি পাওয়া যায়। 

প্রাপ্ত ছবি এবং ভিডিওর সূত্র ধরে মাজার বস্তির বিভিন্ন স্পটে অভিযান পরিচালনা করা হয় এবং ভিডিওতে প্রাপ্ত ঘর থেকে তল্লাশি করে একটি রিভলবার উদ্ধার করা হয়।  এছাড়াও পার্শ্ববর্তী কয়েকটি মাদক স্পটে গোপন স্থানে বিচ্ছিন্নভাবে কিছু শর্ট গান এমুনিশন পাওয়া যায়।  

অভিযানকালে মাদকসম্রাট রবিউল ইসলাম ওরফে কিং বাবুর মাদক স্পট থেকে আরও ৫ জন মাদক সেবনকারীকে আটক করা হয়। তাদের কাছ থেকে প্রায় ১৯৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

গ্রেপ্তার সৈকত গত ৪ আগস্ট ছাত্রদের উপর গাজীপুর এবং টঙ্গীতে প্রকাশ্যে গুলি বর্ষণ করে হামলা চালায়। এ ব্যাপারে তিনি একটি গোপন ফেসবুক গ্রুপে পোস্ট করেন বলে জানা গেছে। পরবর্তীতে সরকার পতনের পর তিনি পোস্টটি ডিলিট করেন এবং গ্রেপ্তার এড়ানোর জন্য আত্মগোপন করেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি