ঢাকা, শুক্রবার   ২৮ ফেব্রুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

ছাত্রদের নতুন কমিটি বাতিলের দাবিতে জয়পুরহাটে মশাল মিছিল

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত : ২২:১২, ২৭ ফেব্রুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

কেন্দ্র ঘোষিত জয়পুরহাটে ছাত্র আন্দোলনের নতুন ছাত্র সংসদের কমিটি বাতিলের দাবিতে মশাল মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৭  ফেব্রুয়ারি) সন্ধ্যায়  শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দান থেকে মশাল মিছিলটি বের হয়ে শহর প্রদক্ষিণ করে পাচুর মোড়ে জিরো পয়েন্টে এসে শেষ হয়। 

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন ছাত্র আন্দলোনের প্রতিনিধি বোরহান উদ্দীন, আশরাফুল ইসলাম,মোহাম্মদ সাকিল, শাহিন আলম, রিমু হোসেন, আনোয়ার হোসেন, ইবাদুর রহমান, সাব্বিরসহ প্রমুখ। 

এসময় তারা বলেন, বিগত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় যারা মাঠে ছিলেন না তারাই এই নতুন কমিটিতে স্থান পেয়েছেন। এমনকি ছাত্রলীগ নেতা এই কমিটিতে স্থান পাওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন তারা। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত কমিটি একতরফা করা হয়েছে অবিলম্বে এই কমিটি বাতিল করে আন্দোলনের শরীক সকলকে সাথে নিয়ে  নতুন কমিটি ঘোষণা করার আহ্বান জানান।

উল্লেখ্য, চলতি মাসের ২৫ তারিখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি কর্তৃক জয়পুরহাট জেলা শাখার সমন্বয়ক হাসিবুল হক সানজিদকে আহ্বায়ক এবং এএসএম মোবাশশির আলী শিহাবকে সদস্য সচিব করে একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। 

এরপরই পূর্ণাঙ্গ কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করে মশাল মিছিল হয়েছে। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি