ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

ছাত্রদের বুঝতে হবে আমরা বাঙালি ছিলাম: ইয়াসমিন হক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:১৫, ৫ মার্চ ২০১৮

বাংলাদেশ যে অসাম্প্রদায়িকতার নীতি আর বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে স্বাধীন হয়েছিল সে কথাটি আজকের ছাত্রদের বোঝানো উচিত বলে মন্তব্য করেছেন সন্দেহভাজন জঙ্গি হামলায় আহত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক . মুহম্মদ জাফর ইকবালের স্ত্রী ইয়াসমিন হক তিনি বলেন, ধর্মীয় চরমপন্থার কোনো স্থান যে দেশে ছিল না সে কথাটিও তাদের বুঝতে হবে

অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালের উপর হামলার প্রতিবাদে সোমবার রাজধানীর শাহবাগে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের আয়োজনে বিক্ষোভ সমাবেশে ইয়াসমিন হক এসব কথা বলেন।

বিক্ষোভ সমাবেশে তিনি বলেন, যখন দেশ স্বাধীন হয়েছিল, তখন আমরা সবাই বাঙালি ছিলাম। কোনো ধর্মীয় সাম্প্রদায়িকতার কোনো অবস্থা ছিল না। আমাদের একটা সেক্যুলার দেশ, এটা ছাত্রদের পড়তে হবে, বুঝতে হবে। তাদের বুঝতে হবে এটা হওয়া উচিত হয় নাই।

প্রসঙ্গত, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাসে গত শনিবার এক অনুষ্ঠান চলাকালে অধ্যাপক ড. জাফর ইকবালের ওপর ছুরি নিয়ে হামলা করে ফয়জুল রহমান নামের এক যুবক। র‌্যাবের জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে, জাফর ইকবাল ‘ইসলামের শত্রু, তাই তাকে হত্যার উদ্দেশ্যে সে হামলা করেছে।

এ প্রসঙ্গে ইয়াসমিন হক বলেন, একটা ছেলেকে বুঝানো হয়েছে যে, সে (জাফর ইকবাল) ইসলামের বিরুদ্ধে লিখেছে…। সে (ফয়জুল) যদি স্যারের লেখা পড়ত, তাহলে সে বুঝত পারত। তাকে যে র‌্যাডিকালাইজড করতে পেরেছে, এটা কখনো করা উচিত হয় নাই। এছাড়াও যারা আছে, তাদেরকে বুঝতে হবে আমাদের দেশ কীভাবে স্বাধীন হয়েছে, আমাদের দেশ সাম্প্রদায়িক ছিল না।

তিনি বলেন, জাফর ইকবাল প্রায় ২০০টি বই লিখেছেন। তার কোনো বইয়ে ইসলামের বিরুদ্ধে একটি লাইনও লেখা নাই। কিন্তু ফয়জুলের বয়সী ছেলেমেয়েদের ‘ডিপ্রেসড’অবস্থায় ভুল বুঝিয়ে ভুল পথে টানা হচ্ছে। শিক্ষার্থীদের বুঝতে হবে, যেটা ঘটে গেছে তা ঘটা উচিত হয় নাই। ২২-২৩ বছর ধরে আমরা বাচ্চাদের কী শিখায়ে আসতেছি... মুক্তিযুদ্ধের কথা, ধর্ম নিরপেক্ষতার কথা।

তিনি আরো বলেন, আমি নিজে দেখেছি, দেশের বড় বড় মানুষ হাউ মাউ করে কাঁদতেছে। হয়ত তাদের রাগও হচ্ছে। কিন্তু আইসিইউতে তিনি (জাফর ইকবাল) যখন মুখ খুললেন- উনার প্রথম কথা ছিল- ‘আমার ছাত্রদের বোঝাও, ওরা যেন কোনো ভায়োলেন্স না করে। ওরা যেন রাগ না করে।

এর আগে অধ্যাপক জাফর ইকবালকে জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার অবস্থানের কারণে বহুবার হত্যার হুমকি দেওয়া হয়েছে। এ কারণ ২০১৬ সাল থেকেই সরকারের নির্দেশনায় তাকে পুলিশি নিরাপত্তা দেওয়া হচ্ছিল।

আর/টিকে


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি