ছাত্রলীগ নিষিদ্ধের ঘটনা প্রমাণ করে আ.লীগ সন্ত্রাসী দল: মামুনুল হক
প্রকাশিত : ২০:২৩, ২৫ অক্টোবর ২০২৪
বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব আল্লামা মুহাম্মদ মামুনুল হক বলেছেন, বিএনপি-জামায়াতসহ সকল রাজনৈতিকদলগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে। নয় তো যে স্বাধীনতা অর্জিত হয়েছে, সেটা ছিনতাই হবার আশঙ্কা রয়েছে।
শুক্রবার দুপুরে লক্ষ্মীপুর ঈদগাহ মাঠে বাংলাদেশ খেলাফত মজলিসের গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মামুনুল হক বলেন, সন্ত্রাসী সংগঠন হিসেবে ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধের ঘটনা প্রমাণ করে শেখ হাসিনার দল আওয়ামী লীগ একটি সন্ত্রাসী দল। তাই সন্ত্রাসী সংগঠন হিসেবে এই দেশে শেখ হাসিনা ও আওয়ামী লীগের রাজনীতি করার কোন অধিকার নেই। দেশে গণহত্যা ও সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। এটা এখন গণমানুষের দাবি।
তিনি আরও বলেন, ‘বিগত ১৫ বছর যাবত ভারত শেখ হাসিনার সঙ্গে সম্পর্ক করেছে। এ সম্পর্ক গড়তে গিয়ে বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশের স্বাধীনতাকে আহত করেছে। তারা দেশের মানুষের ভোটাধিকার হরণ করেছে। আন্তর্জাতিক বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে বাংলাদেশের মানুষকে আন্তর্জাতিক অঙ্গনে অধিকার হারা করেছে। আর ভারত নিজেদের এজেন্ডা বাস্তবায়নের জন্য শেখ হাসিনাকে এদেশের ক্ষমতায় রেখেছিল।
মামুনুল হক বলেন, এখন সে খুনি শেখ হাসিনা। যার বিরুদ্ধে শতাধিক হত্যা মামলা দায়ের হয়েছে। বাংলাদেশের আদালতে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। সেই গ্রেফতারি পরোয়ানাপ্রাপ্ত খুনি শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত সরকার বাংলাদেশের আইনি শাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে।
জেলা শাখার সভাপতি মাও.লোকমান হোসেনের সভাপতিত্বে শহরের এন আহাম্মদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন যুগ্ম-মহাসচিব মাও. জালাল উদ্দিন আহমদে, তোফাজ্জল হোসেন মিয়াজি, আতা উল্যাহ আমিন, সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান হেলাল ও মো. ফয়সালসহ কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
এএইচ
আরও পড়ুন