ছাত্রলীগের কারণে যেন প্রধানমন্ত্রীর অর্জন নষ্ট না হয় : আমু
প্রকাশিত : ১৬:১১, ২৬ এপ্রিল ২০১৮
আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, ‘ছাত্রলীগের কোনো নেতাকর্মীর কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্জন নষ্ট হোক, তা আমাদের কাম্য নয়। সেদিকে দৃষ্টি রেখে ছাত্রলীগকে কাজ করতে হবে। ছাত্রলীগের সুনাম অক্ষুন্ন রেখে শেখ হাসিনার বিজয় অর্জনের সহায়ক শক্তি হিসেবে সংগঠনের সবাইকে কাজ করার আহবান জানান তিনি।
আজ বৃহম্পতিবার সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সম্মেলনে তিনি এসব বলেন।
আমির হোসেন আমুর ভাষ্য, ছাত্রলীগ বাংলাদেশের ও উপমহাদেশের বৃহৎ ছাত্র সংগঠন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে শেখ হাসিনা নিরলসভাবে কাজ করেছেন। শুধু ছাত্রলীগ হিসেবেই নয়, দেশের আগামীর ভবিষ্যৎ হিসেবে এই দায়িত্ব আপনাদের নিতে হবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেও ছাত্রলীগ করে এসেছেন। ইডেন কলেজে ভিপি ছিলেন তিনি। বর্তমানে তিনি ছাত্রলীগের সাংগঠনিক নেত্রী। তাই ছাত্রলীগের সঙ্গে তার কাজ অঙ্গাঅঙ্গিভাবে জড়িত।
প্রতিবেদনটি লিখা পর্যন্ত সম্মেলন চলছে। সকাল সোয়া এগারোটায় উদ্বোধন হওয়া এ সম্মেলেনটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন ছাত্রলীগ সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ।
সম্মেলনে অন্যান্যের মধ্যে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বর্তমান কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক আবদুর রহমান, কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন, মহানগর উত্তরের সাবেক সভাপতি আজিজুল হক রানা, বর্তমান সভাপতি সৈয়দ মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদসহ সংগঠনের অন্যান্য নেতারা।
উল্লেখ্য আগামী ১২ ও ১৩ মে কেন্দ্রীয় ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তার আগে সব সাংগঠনিক জেলায় সম্মেলন হয়ে যাওয়ার নির্দেশনা থাকায় ঢাকা মহনগর উত্তর ছাত্রলীগের সম্মেলন হচ্ছে আজ।
/ এআর /
আরও পড়ুন