ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

ছাত্রলীগের ৩২ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০৩, ৩০ মে ২০২২

ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন হাইকোর্ট ও দোয়েল চত্বর এলাকায় সংঘর্ষের ঘটনায় ছাত্রলীগের ৩২ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেছেন ছাত্রদলের এক নেতা।

রোববার (২৯ মে) ঢাকার হাকিম আদালতে করা এই মামলায় ছাত্রলীগের কেন্দ্রীয় সহসভাপতি তিলোত্তমা শিকদারকে আসামির তালিকায় শীর্ষে রাখা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা মানসুরা আলমের করা এই মামলায় আসামিদের বিরুদ্ধে মারধর, হত্যা চেষ্টা, মোবাইল ও টাকা-পয়সা চুরির অভিযোগ আনা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়, গত ২৬ মে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পূর্ব ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে সংগঠনটির নেতাকর্মীরা দোয়েল চত্বর থেকে মিছিল বের করে। বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ, বিভিন্ন কলেজ শাখা ছাত্রলীগ এবং বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা ছাত্রদলের মিছিলে অতর্কিত হামলা শুরু করে। একপর্যায়ে ছাত্রদলের নেতাকর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশে আশ্রয় নিলে ছাত্রলীগের নেতাকর্মীরা ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা করেন।

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি