ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

ছাদে সোলার প্যানেল বসিয়ে ত্রিশ শতাংশ বিদ্যুৎ সাশ্রয় (ভিডিও)

মেহেদী হাসান

প্রকাশিত : ১২:০৮, ৪ জুলাই ২০২৩

সৌরশক্তি ব্যবহারে ৫০ শতাংশ পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় করা সম্ভব। ছাদে সোলার প্যানেল বসিয়ে ত্রিশ শতাংশ পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় করছে পরিবেশবান্ধব কিছু তৈরি পোশাক কারখানা। আর এ কাজে কম সুদে ঋণ দিয়ে সহায়তা করছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি- ইডকল। 

দেশে বাড়ছে পরিবেশবান্ধব কারখানা। ইতোমধ্যে ১৮৭টি কারখানা পেয়েছে যুক্তরাষ্ট্রের লিডারশীপ ইন এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্ট ডিজাইন- লিড সার্টিফিকেট। প্রক্রিয়ায় আছে আরও ৫শ’ কারখানা। 

এসব কারখানার কর্মপবিরেশ আন্তর্জাতিক মানের। ব্যয় সাশ্রয়েও গ্রহণ করেছে নানা ব্যবস্থাপনা। শুধু কারখানার ছাদে সৌর প্যানেল স্থাপন করে অনেক কারখানা প্রায় এক-তৃতীয়াংশ বিদ্যুৎ সাশ্রয় করতে পারছে অনেকে। 

যেমন সাভারের ফোর ইয়ার্ন ডায়িং। এর ছাদে স্থাপন করা হয়েছে সারি সারি সোলার প্যানেল। এগুলো থেকে উৎপাদিত বিদ্যুৎ সরাসরি চলে যাচ্ছে জাতীয় গ্রিডে। আর কারখানা চলছে গ্রিড লাইনের বিদ্যুতে। মাস শেষে প্রতিষ্ঠানের বিদ্যুৎ বিল থেকে সোলার প্যানেলের সরবরাহকৃত বিদ্যুৎ বাদ যাচ্ছে। এতে ব্যয় সাশ্রয় হচ্ছে প্রায় ৩০ শতাংশ।  

টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ হিল রাকিব বলেন, “সোলার প্যানেলের বিদ্যুৎ জাতীয় গ্রিডে দিয়ে দিচ্ছি। গ্রিড থেকে আমি যেটুকু ব্যবহার করেছি সেটা সমন্বয় করা হচ্ছে। এর ফলে কিছুটা হলেও উপকার পাওয়া যাচ্ছে।”

বিজিএমইএ বলছে, কার্বন নিঃসরণ কমানোকে গুরুত্ব দিচ্ছে পশ্চিমা ক্রেতারা। এ ধরনের প্রকল্পে সরকারি সহায়তা বাড়নো জরুরি।  

বিজিএমইএ সহ-সভাপতি শহিদুল্লাহ আজিম বলেন, “অনেকগুলো কারখানায় সোলার প্যানেল চালু হয়েছে। এর ব্যাপারে আরও উৎসাহিত করতে হবে।”

এখন ১ হাজার ৯১১ ব্যক্তি ও প্রতিষ্ঠান নেট মিটারিং রুফটপ সোলারের আওতায় এসেছে, যাদের সামষ্টিক উৎপাদন ক্ষামতা ৭৪ দশমিক ৫৮ মেগাওয়াট। মাত্র ৫ থেকে সাড়ে ৫ শতাংশ সুদে এ প্রকল্পে ঋণ দিচ্ছে ইডকল। 

আইডিসিওএল হেড অব রিনিউএবল এনার্জি মো. এনামুল করিম পাভেল বলেন, “এতে যদি বিনিয়োগ করা হয়, সোলার থেকে কম রেটে বিদ্যুৎ পাওয়া যাবে। কারখানার চাহিদার ৫০ শতাংশ বিদ্যুৎ সোলার প্যানেল থেকে পাওয়া সম্ভব।”

দেশের শুধু পোশাক কারখানার সংখ্যা প্রায় ৪ হাজার। এছাড়া অন্য খাতের কারখানা আরও বেশি। এসব কারখানা নেট মিটারিং রুফটপ সোলারের আওতায় এলে বড় ধরনের বিদ্যুৎ সাশ্রয় হবে বলছেন সংশ্লিষ্টরা। 

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি