ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

ছাড়পত্র পেল ‘ডুব’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৪৩, ৯ আগস্ট ২০১৭ | আপডেট: ২০:৪৫, ৯ আগস্ট ২০১৭

মোস্তফা সারোয়ার ফারুকী’র পরিচালনায় চলচ্চিত্র ডুব। এটি নির্মাণের পর থেকেই সমালোচনা ও আলোচনার জল একটু বেশিই ঘোলা হয়েছে।

টানা ছয় মাস সেন্সরে আটকে থাকার পর গত মঙ্গলবার বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেল ডুব। এমনটাই নিশ্চিত করেছেন বোর্ডের সদস্য ইফতেখার উদ্দিন নওশাদ।

মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত যৌথ প্রযোজনার এই ছবিতে বাংলাদেশে প্রথম অভিনয় করেছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা ইরফান খান। এতে আরও অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা, রোকেয়া প্রাচী ও কলকাতার পার্নো মিত্র প্রমুখ।

আগামী ৩নভেম্বর ছবিটি বাংলাদেশ, ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি দেওয়া হবে।

বাংলাদেশে জাজ মাল্টিমিডিয়ার পাশাপাশি ভারত থেকে প্রযোজনা করেছেন এসকে মুভিজ ও ইরফান খান।

চলতি বছরের ১২ ফেব্রæয়ারি সেন্সর বোর্ডে জমা পড়ে ডুব। কিন্তু এর মধ্যে দেশ ও বিদেশের একাধিক গুরুত্বপূর্ণ গণমাধ্যমে তৈরি হয় ছবিটির গল্প নিয়ে বিতর্ক। প্রকাশিত সংবাদগুলোতে অভিযোগ ওঠে, দেশের কিংবদন্তি সাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদের জীবনের অংশ নিয়ে নির্মিত হয়েছে ছবিটি। এক্ষেত্রে হুমায়ূনপতœী মেহের আফরোজ শাওন কিংবা পরিবারের অন্য কোনও সদস্যের অনুমতি নেয়নি ফারুকী।
এমন অভিযোগ এনে ১৩ ফেব্র“য়ারি সেন্সর বোর্ডে আপত্তিপত্র পাঠান শাওন। মূলত এর পরেই ছবিটির ছাড়পত্র নিয়ে তৈরি হয় শংকা।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি