ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

ছিনতাইকারীর ছোড়া এসিডে দগ্ধ মা ও মেয়ে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৮, ২২ নভেম্বর ২০২৪ | আপডেট: ১০:৪২, ২২ নভেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

রাজধানীর তুরাগের কামারপাড়া এলাকায় একটি বাসায় ছিনতাইকারীর ছোড়া এসিডে মা ও মেয়ের দগ্ধ হওয়ার অভিযোগ পাওয়া গেছে। দগ্ধ অবস্থায় শিশু বিজয়িনী (২) ও তার মা সাথী রানী হালদারকে (৩৬) জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে।

ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, শিশু ও তার মাকে বিকেলে হাসপাতালে আনা হয়েছে। তাদের দুজনের শরীরই এসিড দগ্ধ হয়ে মাথা, মুখমন্ডলসহ শিশুটির ২০ শতাংশ ও তার মা সাথীর ১৩ শতাংশ দগ্ধ হয়েছে। দুজনের অবস্থাই গুরুত

দগ্ধ সাথীর দেবর অশ্বিনী হালদার জানান, তাদের বাড়ি পাবনার ফরিদপুর থানার ডেমড়া গ্রামে। বর্তমানে তুরাগ কামারপাড়া তারা মার্কেট এলাকায় ভাড়া বাসায় থাকেন। বিজয়িনীর বাবা জয় কুমার হালদার একটি পোশাক কারখানায় চাকরি করেন, আর মা সাথী রানী গৃহিনী। ৩ মেয়ের মাঝে সবার ছোট বিজয়িনী।

তিনি আরও জানান, বৃহস্পতিবার সকালে মেয়ে বিজয়িনীকে নিয়ে বাড়ির কিছুটা অদূরে সেলুনে চুল কাটাতে যান সাথী। চুল কাটানো শেষে বাসায় ফিরছিলেন। তখন এক যুবক তার পিছু নেয়। বাসার গেটের সামনে পৌঁছলে তখন ওই যুবক তাকে জিজ্ঞেস করে, রফিক নামে কাউকে তিনি চেনেন কিনা। সাথী পিছন দিকে ঘুরে তাকাতেই তার মুখমন্ডলে এসিড নিক্ষেপ করে। সাথীর গলায় থাকা স্বর্ণের চেইন নিয়ে পালিয়ে যায়। এ সময় কোলে থাকা শিশুটিও এসিড দগ্ধ হয়।

তার চিৎকারে প্রতিবেশীরা দুজনকে উদ্ধার করে দ্রুত প্রথমে উত্তরা মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরবর্তিতে বিকেলে বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসেন। গলার চেইন ছিনতাই করতেই এই ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করছেন তার স্বজনরা। বাসার সামনের একটি সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে ওই দুর্বৃত্তকে প্রাথমিকভাবে সনাক্ত করেছেন ভুক্তভোগী সাথী রানী।

এসএস//


 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি