ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ছুটি শেষে চিরচেনা রূপে ইবি

ইবি প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৫৪, ৮ অক্টোবর ২০২২

Ekushey Television Ltd.

শারদীয় দুর্গাপূজা ও দুই দিনের সাপ্তাহিক ছুটিসহ মোট পাঁচ দিনের ছুটি শেষে শ্রেণীকক্ষে ফিরেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। ১৭৫ একরের সবুজ প্রাঙ্গণে আবারও প্রাণের স্পন্দন শিক্ষার্থীদের পদচারণায়। চিরচেনা ক্যাম্পাস ফিরেছে তার পরিচিত রূপে।

শনিবার (৮ অক্টোবর) ছুটি শেষে পুনরায় চালু হয়েছে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও দাফতরিক সকল কার্যক্রম। ছুটি চলাকালে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ খোলা থাকায় শিক্ষার্থীদের জন্য চালু ছিল জরুরি সেবাসমূহ।

টানা পাঁচ দিনের ছুটির পর শিক্ষার্থীদের কোলাহলে মুখরিত এখন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। যদিও প্রথম দিনে শতভাগ উপস্থিতি ছিল না শ্রেণীকক্ষগুলোতে। 

তবে ৯ অক্টোবর ঈদ-ই-মিলাদুন্নবীর সরকারি ছুটির পর স্বাভাবিক উপস্থিতি ফিরে আসবে বলে জানান শিক্ষক ও শিক্ষার্থীরা।

সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের আম বাগান, ঝাল চত্তর, ডায়না চত্তর, বট চত্তর, জিয়া মোড়, শহীদ মিনার, লাইব্রেরিসহ সব জায়গা শিক্ষার্থীদের পদচারণায় ছিল মুখরিত। কোথাও বন্ধুরা মিলে চায়ের কাপে জমিয়েছে আড্ডা। কোথাও গোল হয়ে বসে গিটারের টুংটাং সুরে এলোমেলো কন্ঠে গলা ছেড়ে গেয়ে যাচ্ছেন পরিচিত কোন গান। 

সবুজ মায়ার ক্যাম্পাসে এ যেন শিল্পীর তুলির আঁচড়ে পরম মমতায় পটে আঁকা ছবির কোন দৃশ্য।

বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আশরাফুল ইসলাম বলেন, ছুটিতে বাড়ি যাওয়া হয়নি হলেই ছিলাম। তবে ছুটিকালীন ক্যাম্পাসটাকে কেমন যেন প্রাণহীন মনে হচ্ছিল। কোথায় যেন কী নেই এমন একটা ভাব। আসলে শিক্ষার্থীরাই বিশ্ববিদ্যালয়ের প্রাণ। ছুটি শেষে বিশ্ববিদ্যালয়ে পুনরায় প্রাণের সঞ্চার হয়েছে। এটাই তার চিরচেনা বৈশিষ্ট্য।

গণিত বিভাগের শিক্ষার্থী সাজ্জাদ আলম বলেন, ছুটি শেষে সবাই আবার একত্রিত হয়েছি। ক্লাসের ফাকে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছি। বাড়ির রেশ না কাটলেও ক্লাস-পরীক্ষার মাধ্যমে ক্যাম্পাসের স্বাভাবিক জীবন শুরু হয়েছে। তবে স্বজনদের ছেড়ে এসে একটু খারাপ লাগছে। তবে ক্লাসে ফিরে পরিচিত মুখগুলো দেখে অনাবিল আনন্দে মন ভরে গেছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি