ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

ছুটির দিনে বই মেলায় উপচে পড়া ভিড়

প্রকাশিত : ২৩:৩১, ৮ ফেব্রুয়ারি ২০১৯ | আপডেট: ১৬:৫৫, ৯ ফেব্রুয়ারি ২০১৯

ছুটির দিন থাকায় শুক্রবার বই মেলায় বইপ্রেমীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। দুপুরের পর সব বয়সী মানুষ দলে দলে বইমেলায় আসতে শুরু করেছে। শুক্রবার মেলার বাংলা একাডেমি ও সোহওরায়ার্দী উদ্যানের শিশু কর্নারের গিয়ে এমন চিত্রই দেখা গেছে।

প্রতি শুক্রবার সকালে শিশু প্রহর থাকায় সকাল থেকেই শিশুদের পদচারনায় মুখরিত ছিল মেলা প্রাঙ্গন। তবে দুপুরে জুম্মা নামাজের পর সব বয়সী পাঠকরা মেলায় আসতে শুরু করে। নিজ নিজ পছন্দের বইগুলি কিনতে প্রকাশনীগুলোতে ভিড় করছেন তারা।

বিকাশ কুমার নামে মেলায় আগত দর্শনার্থী বলেন, মেলায় অনেক কবি সাহিত্যিকের দেখা হয়। ভালই লাগে। বই কেনার পাশাপাশি দেশের গণ্যমান্য ব্যক্তিদের দেখতেই মেলায় আসা। মেলায় বন্ধুরা মিলে একটা আড্ডা হলো।

মেলায় প্রবেশ পথে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রত্যেককে তল্লাশি করায় এদিন দুপুরের বাংলা একাডেমী ও সোহরওয়ার্দী উদ্যানের আর্চোয়ে গেটে বইপ্রেমীদের দীর্ঘ লাইন দেখা গেছে। তবে প্রাণের মেলায় ঢুকতে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও ক্লান্তি নেই দর্শনার্থীদের।

রহমান মিঠু নামের এক দর্শনার্থী বলেন, এতো নিরাপত্তা সব আমাদের জন্যেই। তাই ক্লান্ত হওয়ার কিছু নেই। আমরা পুলিশের সঙ্গে সহযোগিতা করলেই বরং নিরাপদে চলাফেরা করতে পারবো। আর যেখানে লোক সমাগম বেশি সেখানে একটু নিরাপত্তা তো দিতেই হবে। এটা ঝামেলার না, আমাদের নিরাপত্তার জন্য করা হয়েছে।

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি