ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ছুরিকাঘাতে আহত গজল শিল্পী মেসবাহ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫১, ২৯ জানুয়ারি ২০১৮ | আপডেট: ১২:৫১, ২৯ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

ছিনতাইকারীদের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন গজল শিল্পী মেসবাহ আহমেদ। রবিবার বেলা ১১টার দিকে নটরডেম কলেজের সামনে এ ঘটনা ঘটে।

জানা যায়, এদিন সেখানে এটিএম বুথ থেকে টাকা তুলে বের হওয়ার সময় একদল ছিনতাইকারীর কবলে পড়েন তিনি। অস্ত্রের মুখে ছিনতাইকারীরা তার মানিব্যাগ ও মোবাইল কেড়ে নেয়ার চেষ্টা করে। এসময় ওই দুর্বৃত্তদের প্রতিহত করতে গেলে মারাত্মকভাবে জখম হন তিনি।

ছিনতাইকারীরা তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে দ্রুত পালায়। এরপর পথচারীরা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি