ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ছেলেমানুষি ছেড়ে এবার বড় হও: নেইমারকে জিকো

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৫, ২৪ জুন ২০১৮

Ekushey Television Ltd.

কোস্টারিকার বিপক্ষে ম্যাচে পেনাল্টি বাতিল প্রশ্নে ব্রাজিলের স্ট্রাইকার নেইমারের কড়া সমালোচনা করেছেন কিংবদন্তী জিকো। ভারতের সংবাদ মাধ্যম আনন্দবাজারে লেখা এক কলামে তিনি নেইমারকে ছেলেমানুষি ছেড়ে বড় হওয়ার পরামর্শ দিয়েছেন।

কোস্টারিকা ম্যাচ প্রসঙ্গে জিকো বলেন, নিরপেক্ষভাবে বলতে গেলে, ভিডিও দেখে রেফারি যে সিদ্ধান্ত নিয়েছেন, সেটা একদম ঠিক। নেইমারকে কার্ড দেখালেও কিছু বলার থাকত না। অগ্রজ হিসেবে নেইমারের প্রতি আমার উপদেশ— ছেলেমানুষি ছেড়ে এবার বড় হও।

তুমি ব্রাজিলের দশ নম্বর। দুনিয়ার নজর থাকবে তোমার উপর। তাই অন্যসব ছেড়ে শুধু ফুটবলটাতেই মন দাও। গোটা বিশ্বের কাছে ব্রাজিল মানে তার সুন্দর ফুটবল। অন্য কোনো নাটকীয়তা নয়।

জিকো ব্রাজিলকে নেইমার নির্ভরতা ছাড়ার পরামর্শ দিয়েছেন। বলেছেন, দুনিয়াজুড়ে অসংখ্য ব্রাজিল ভক্তদের উদ্দেশে পরিষ্কার করে একটা কথা বলতে চাই। আমার মতে, ব্যক্তি-নির্ভরতা ছেড়ে তারা দল হয়ে উঠতে পারলে তবেই বিশ্বকাপে ভাল কিছু করে দেখাতে পারবে ব্রাজিল। আমাদের ফুটবলারদের বুঝতে হবে, বিশ্বকাপটা বল জাগলিং দেখানোর জায়গা নয়। বল নিয়ে কারিকুরি বা স্কিল প্রদর্শনী করার হলে না হয় বিশ্বকাপের পরে একটা ‘শো’-এর ব্যবস্থা করা যাবে। আপাতত মাঠে নেমে বল নিয়ে একটাই কাজ করার। এগিয়ে যেতে হবে প্রতিপক্ষ অর্ধের দিকে আর গোল করতে হবে।

সূত্র : আনন্দবাজার।

/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি