ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

ছেলের জন্মদিনে যে বার্তা দিলেন মুশফিক

প্রকাশিত : ১৩:৩৫, ৫ ফেব্রুয়ারি ২০১৯ | আপডেট: ১৩:৪০, ৫ ফেব্রুয়ারি ২০১৯

জাতীয় দলের তারকা খেলোয়াড় মোহাম্মদ মুশফিকুর রহিমের পুত্রের জন্মদিন আজ। গত বছরের ৫ ফেব্রুয়ারি তাদের ঘরে আসে নতুন এই অতিথি। পুত্র সন্তানের বাবা হয়ে এক বছর পার করলেন আজ। যার নাম রাখেন মো. শাহরুজ রহিম মায়ান।

সেই মায়ানের বয়স আজ এক বছর পূর্ণ হলো। এ কারণে ছেলের জন্মদিনে তার জন্য সবার কাছে দোয়া চাইলেন মুশফিক।

এ উপলক্ষে ছেলেকে কোলে নিয়ে নিজের ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেছেন মুশফিক।

যার ক্যাপশনে তিনি লিখেছেন, আলহামদুলিল্লাহ, আমার ছেলের বয়ষ আজ এক বছর পূর্ণ হলো। সবার কাছে দোয়া চাইছি যেন আমার মায়ান একজন ভালো মানুষ ও নিবেদিত মুসলমান হতে পারে।


টিআর/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি