ঢাকা, রবিবার   ১৫ ডিসেম্বর ২০২৪

ছেলের সঙ্গে বাকবিতণ্ডার জেরে ছুরিকাঘাতে মাকে হত্যা

পটিয়া সংবাদদাতা

প্রকাশিত : ১১:৫৯, ১৫ ডিসেম্বর ২০২৪

ঘাতক আলভী (বামে), নিহত শিউলি আক্তার (ডানে)

ঘাতক আলভী (বামে), নিহত শিউলি আক্তার (ডানে)

চট্টগ্রামের পটিয়ায় ছেলের সঙ্গে ক্রিকেট খেলায় বাকবিতণ্ডা জেরে শিউলি আক্তার (৩৫) নামে এক নারীকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। 

শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের ৯নং ওয়ার্ড সিরাজ গাজীর বাড়িতে এই ঘটনা ঘটে। নিহত শিউলি আক্তার সিরাজ গাজীর বাড়ির মো. মুসার স্ত্রী। 

এই বিষয়ে নিহতের ছেলে মো. হামীম জানান, শনিবার সকালে তার ছোট ভাই স্থানীয় আলভীসহ আরও  কয়েকজনের সাথে পার্শ্ববর্তী জায়গায় ক্রিকেট খেলতে যায়। খেলায় বাকবিতণ্ডার জেরে আলভী তার ভাইকে একাধিকবার মারধন করে। এছাড়া বাড়িতে একাধিকবার গিয়ে হুমকি প্রদর্শন করতে তাকে। 

এসময় হামীমের মা তাকে ঝগড়া না করে চলে যেতে বলেন। কিন্তু আলভি চলে না গিয়ে ঝগড়া করতে থাকে। এর এক পর্যায়ে আলভির পরিবারের লোকজন হামীমের মাকে মারধর করতে লাগে। এই ঘটনার খবর শুনতেই হামীম ও তার বাবা বাড়ি এসে ঝগড়ার বিষয়ে জানতে গেলে তাদেরও মারধর করা হয়। 

ঘটনার এক পর্যায়ে আলভির হাতে থাকা চুরি দিয়ে শিউলি আক্তারকে আঘাত করলেই তিনি ঘটনাস্থলেই লুটে পড়েন। পরে প্রতিবেশীরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার শাওরিন। তিনি জানান, হাসপাতালে নিয়ে আসার পথেই তিনি মারা যান। 

ঘটনার পরপরেই ঘটনাস্থল পরিদর্শন করেন পটিয়া থানা পুলিশের একটি টিম। তবে ঘটনার পরপর দোষীরা পালিয়ে যায়। 

এদিকে এই মর্মান্তিক ঘটনায় এলাকায় নেমে এসছে শোকের ছায়া।

পটিয়া থানার অফিসার ইনচার্জ আবু জায়েদ মো. নাজমুন নূর জানান, একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভিকটিম শিউলী বেগমের ছেলে আহত হয়। উক্ত ঘটনার জেরে দুই পরিবারের মধ্যে বাগবিতণ্ডার সৃষ্টি হয়। বাগবিতণ্ডার একপর্যায়ে প্রতিবেশী বাচা মিয়ার ছেলে আসামি আলভি (২০)র ছুরিকাঘাতে ভিকটিম শিউলী বেগমকে (৩৭) গুরুতর আহত হয়। তাৎক্ষণিকভাবে স্বামী মুছা মিয়া তাকে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভিকটিমকে মৃত ঘোষণা করেন।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি