ছোট হয়ে আসছে কাপ্তাই লেক, দখলমুক্ত করে ড্রেজিংয়ের দাবি স্থানীয়দের
প্রকাশিত : ১৩:৫৬, ২২ জুলাই ২০১৬ | আপডেট: ১৩:৫৬, ২২ জুলাই ২০১৬
দখল আর তলদেশ ভরাট হয়ে যাওয়ায় ছোট হয়ে আসছে দক্ষিণ এশিয়ার সবচে বড় কৃত্রিম হ্রদ রাঙামাটির কাপ্তাই লেক। এতে হুমকির মুখে পড়ছে পর্যটন শিল্প। কপ্তাই হ্রদ বাঁচাতে দ্রুত দখলমুক্ত করে ড্রেজিংয়ের দাবি জানিয়েছেন স্থানীয়রা। জেলা প্রশাসক বলছেন, দখলমুক্ত করতে শিগগিরই কাজ শুরু করবেন তারা।
১৯৫৬ সালে বিদ্যুৎ উৎপাদনের জন্য কর্নফূলী নদীর উপর বাঁধ দেয়া হলে সৃষ্টি হয় কাপ্তাই লেকের। পাহাড়-টিলা ঘেরা এ হ্রদকে কেন্দ্র করেই রাঙামাটির পর্যটন শিল্প গড়ে ওঠে। বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি এই জলাধারে চাষ হয় মিঠাপানির মাছ।
কিন্তু অবৈধ দখল আর তলদেশ ভরাট হওয়ায় সৌন্দর্য হারাচ্ছে নয়নাভিরাম হ্রদটি। চরগুলোও দখল করে বহুতল ভবনসহ ঘরবাড়ি নির্মাণ করছে প্রভাবশালীরা। এতে নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য, হুমকির মুখে পড়ছে পর্যটন শিল্প। তবে দখলদারদের বিরুদ্ধে প্রশাসনের তেমন নজরদারি নেই বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।
কপ্তাই হ্রদ দখলমুক্ত করতে পরিকল্পনা নেয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।
পরিবেশের ভারসাম্য রক্ষায় হ্রদটিকে বাঁচাতে প্রশাসনের কঠোর নজরদারির পাশাপাশি জনসচেতনতা বাড়ানো প্রয়োজন বলে মত সংশ্লিষ্টদের।
আরও পড়ুন