ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

ছয় তলায় মিললো মডেলের বস্ত্রহীন লাশ!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৩৬, ১১ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

সম্পূর্ণ নগ্ন অবস্থায় ব্যালকনিতে লাশ পাওয়া গেল মডেল ইভানা স্মিতের। ডাচ মডেল-কন্যা ইভানা স্মিতের মৃত্যু ঘিরে এখন তৈরি হয়েছে রহস্য।

পরিবারের দাবি, ইভানাকে খুন করা হয়েছে। যদিও পুলিশের বক্তব্য, কোনও অপরাধমূলক প্রমাণ মিলছে না।

১৮ বছর বয়সি ইভানা স্মিত নেদারল্যান্ডসের একজন নামী মডেল। মালয়েশিয়ার কুয়ালালামপুরে একটি বিলাসবহুল আবাসনের ২০ তলায় চলছিল পার্টি। কিন্তু ইভানার নগ্ন লাশ পাওয়া গেছে ৬ তলার ব্যালকনিতে। পরিবারের দাবি, ইভানাকে ফেলে দেওয়া হয়েছে ২০ তলা থেকে।

কিন্তু পুলিশের বক্তব্য, ইভানার দেহে কোনও রকম অপরাধমূলক প্রমাণ খুঁজে পাওয়া যায়নি। প্রশ্ন উঠছে, ঠিক কী ভাবে মৃত্যু হল অষ্টাদশী মডেলের। শরীরের কাপড়ই বা কেন ছিল না। এমনকি জুতাও নেই।

ইভানার বাবা জানিয়েছেন, তাঁর মেয়ে সকাল সাড়ে ৭টায় বয়ফ্রেন্ডকে একটি মেসেজ ও সেলফি পাঠায় গত বৃহস্পতিবার। দুপুরে ৩ টার দিকে ইভানার লাশ উদ্ধার হয় ব্যালকনিতে।

 

এসি/

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি