ঢাকা, বুধবার   ০৩ জুলাই ২০২৪

ছয় মাসে মোবাইলের গ্রাহক বেড়েছে ১ কোটি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২৪, ১০ আগস্ট ২০১৭ | আপডেট: ২২:৩৯, ১০ আগস্ট ২০১৭

চলতি বছরের প্রথম ছয় মাসে মোবাইল গ্রাহকের সংখ্যা ৯৬ লাখ বেড়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

বিটিআরসি তথ্য মতে, চলতি বছরের জুন পর্যন্ত দেশে মোবাইল ফোনের গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে ১৩ কোটি ৫৯ লাখ। যা ২০১৬ সালের ডিসেম্বর পর্যন্ত ছিল ১২ কোটি ৬৩ লাখ। একই সময়ে দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে ৫৯ লাখ।

বৃহস্পতিবার বিটিআরসি প্রকাশিত পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে।

বিটিআরসির পরিসংখ্যান মতে, চলতি বছরের প্রথম ছয় মাসে সবচেয়ে বেশি গ্রাহক সংখ্যা বেড়েছে মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটার। ছয় মাসে প্রতিষ্ঠানটির গ্রাহকসংখ্যা ১ কোটি ৩৬ লাখ বেড়ে হয়েছে ৩ কোটি ৯৫ লাখ। এ সময়ে গ্রাহকসংখ্যা ৩৬ লাখ নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে গ্রামীণফোন। যদিও ৬ কোটি ১৫ লাখ গ্রাহক নিয়ে এখনও ব্যবহারকারীর তালিকায় শীর্ষে রয়েছে গ্রামীণফোন।

এসময় বাংলালিংকের গ্রাহক সংখ্যা বেড়েছে ৬ লাখ। অপারেটরটির বর্তমানে গ্রাহক রয়েছে ৩ কোটি ১৫ লাখ।

তবে গ্রাহকসংখ্যা কমেছে রাষ্ট্রীয় মালিকানাধীন মোবাইল ফোন অপারেটর টেলিটকের। ছয় মাসে টেলিটকের গ্রাহক কমেছে ৪ লাখ। জুন পর্যন্ত ব্যবহারকারীর সংখ্যা ৩২ লাখ।

গত বছরের নভেম্বরে একীভূত কোম্পানি হিসেবে যাত্রা শুরু করে রবি ও এয়ারটেল। একীভূত হওয়ার পরও রবি আজিয়াটা লিমিটেড নামে কার্যক্রম শুরু করে প্রতিষ্ঠানটি।

চলতি বছর জুন পর্যন্ত দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৬ কোটি ৮৬ লাখ, যা ২০১৬ সালের ডিসেম্বর পর্যন্ত ছিল ৬ কোটি ২৭ লাখ।

 

আর/ডব্লিউএন


Ekushey Television Ltd.


Nagad Limted







© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি