ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ছয় শর্তে ভোটে যেতে রাজি খালেদা জিয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫৯, ৩ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ২৩:০০, ৩ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ছয়টি শর্ত দিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। সেই সঙ্গে দলীয় নেতাকর্মীদের বিভিন্ন দিকনির্দেশনাও দিয়েছেন তিনি। আজ শনিবার দুপুরে রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সভায় দলটির শীর্ষনেত্রী এসব শর্ত ও নির্দেশনা দেন।
বিএনপি চেয়ারপারসন বলেছেন, মানুষ পরিবর্তন চায়। এই পরিবর্তন হতে হবে নির্বাচনের মাধ্যমে।
নির্বাচনে অংশ নিতে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রীর দেওয়া শর্তগুলো হলো:
*ভোট হতে হবে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে;
* জনগণকে ভোটকেন্দ্রে আসার মতো পরিবেশ তৈরি করে দিতে হবে;
* ভোটের আগে সংসদ ভেঙে দিতে হবে;
* নির্বাচন কমিশনকে নিরপেক্ষতা বজায় রেখে কাজ করতে হবে;
* ভোটের সময় সেনাবাহিনী মোতায়েন করতে হবে, সেনাবাহিনী মোবাইল ফোর্স হিসেবে কাজ করবে;
* ইভিএম/ডিভিএম ব্যবহার করা যাবে না।
সভায় ছয় শর্ত দেওয়ার পর খালেদা জিয়া নির্বাহী কমিটির সদস্যদের কাছে জানতে চান তারা এর সঙ্গে একমত কি না। এ সময় নির্বাহী কমিটির সদস্যরা উচ্চ স্বরে বলেন একমত।
সভার উদ্বোধনী বক্তব্যে খালেদা জিয়া বলেন, আমি যেখানেই থাকি না কেন আমি আপনাদের সঙ্গে আছি। আমাকে ভয়ভীতি দেখিয়ে লাভ নেই। দলের নেতা ও এ দেশের মানুষের সঙ্গে আছি। তিনি দলের নেতাদের শান্তিপূর্ণ প্রতিরোধ-প্রতিবাদ গড়ে তোলার আহ্বান জানান। ঐক্যবদ্ধ থাকতে নেতা কর্মীদের পরামর্শ দেন।
আগামী ৮ ফেব্রুয়ারি দুর্নীতি মামলায় খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে বিএনপির এ সভাকে রাজনৈতিক মহলে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। এ সভা থেকে গুরুত্বপূর্ণ নির্দেশনা আসার অপেক্ষায় তৃণমূল বিএনেপির নেতাকর্মীদের।
/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি