ছয় সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহার মিয়ানমার সেনাবাহিনীর
প্রকাশিত : ১৭:৫৯, ২ সেপ্টেম্বর ২০১৭ | আপডেট: ২০:১২, ৩ সেপ্টেম্বর ২০১৭
মিয়ানমারে ছয় সাংবাদিকের বিরুদ্ধে সম্মানহানির অভিযোগে দায়ের করা মামলা প্রত্যাহার করে নিয়েছে দেশটির সেনাবাহিনী। গতকাল শুক্রবার এই ছয় সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করে সেনাবাহিনী। সেই সঙ্গে তারা দেশ ও দেশের জনগণের স্বার্থে গণমাধ্যমের সাথে একাত্ম হয়ে কাজ করার আগ্রহের কথাও জানায়। সেনাবাহিনী মামলার প্রত্যাহার করে নেয়ায় এই ছয় সাংবাদিককে আর বিচারের মুখোমুখি হতে হবেনা। খবর রয়টার্সের।
কয়েক দশক সামরিক শাসনের পর ২০১৫ সালের নির্বাচনে জয়ী সরকার গঠন করেন অং সান সু চি। তবুও কার্যত ক্ষমতা এখনও সেনাবাহিনীর হাতে বলেই মনে করেন বিশেষজ্ঞরা। পালা বদলের এমন সময়েও গণমাধম ও গণমাধ্যম কর্মীদের উপর সেনাবাহিনীর এমন আইনী পদক্ষেপ দেশটির সুশীল সমাজে ব্যাপক উদ্বেগের সঞ্চার করে। সেনাবাহিনী জনগণের বাক স্বাধীনতাকে হরণ করছে এবং মুক্তিবুদ্ধির চর্চার পরিসর সীমিত করছে এমন অভিযোগের মধ্যেই সেনাবাহিনী মামলা প্রত্যাহারের এমন সিদ্ধান্ত নীল।
মামলা প্রত্যাহারের বিবৃতিতে সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, “অভিযুক্ত সাংবাদিকদের প্রতিবেদনে তাতমাদাও এর ভাবমূর্তি, সম্মান ও কার্যকলাপের অসম্মান করা হয়েছে। দেশ ও দেশের জনগণের স্বার্থে গণমাধ্যমের সাথে একত্রে কাজ করার লক্ষ্যে এসব মামলা প্রত্যাহার ও ক্ষমা করা হল।”
উল্লেখ্য, মিয়ানমারের সেনাবাহিনীকে স্থানীয় ভাষায় ‘তাতমাদাও’ বলা হয়।
মুক্তি পাওয়া সাংবাদিকদের তিনজনের বিরুদ্ধে গত জুন মাসে মামলা দায়ের করা হয়। সেনাবাহিনীর সঙ্গে বিরোধ থাকা মিলিশিয়া বাহিনী তাআঙ ন্যাশনাল লিবারেশন আর্মি আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নেওয়ায় উপনিবেশ আমলে প্রবর্তন করা বিতর্কিত “বেআইনী গোষ্ঠী”র সাথে যোগসাজোশের আইনে এই তিনজন সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়ের করেছিল দেশটির সেনাবাহিনী।
প্রকাশিত প্রতিবেদনের মাধ্যমে সেনাবাহিনীর সম্মানহানি করা হয়েছে এই মর্মে অপর তিন সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল। দেশটির বিভিন্ন মানবাধিকার সংস্থা অভিযোগ করে বলে, এসব আইনে নির্বিকারে মানুষের আটক করা হত এবং জেলে প্রেরণ করা হত।
আদালত চত্বর থেকে মুক্তি পাওয়া অভিযুক্ত এক সাংবাদিক বার্তা সংস্থা রয়টার্সকে টেলিফোনে বলেন, “আমাদের সাথে শুরু থেকেই এমন অন্যায় হয়ে আসছে। আমরা সাংবাদিকেরা শুধুমাত্র আমাদের পেশাগত দায়িত্ব পালন করছিলাম। আমাদের বিরুদ্ধে মামলা করা হল এবং ইতোমধ্যে আমরা ৬০দিন জেল খাটলাম।” তবে অপর তিন সাংবাদিকদের মুক্তি দেয়া হয়েছে কি না তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ডব্লিউএন
আরও পড়ুন