ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

জকোভিচকে হারিয়েছে ডমিনিক থিয়েম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২৯, ৭ জুন ২০১৭ | আপডেট: ১৯:৩৭, ৭ জুন ২০১৭

ফ্রেঞ্চ ওপেন টেনিসের কোয়ার্টার ফাইনালে জকোভিচকে হারিয়ে চমক দেখিয়েছেন ডমিনিক থিয়েম।
শেষ চারে যাওয়ার লড়াইয়ে সরাসরি ৭-৬, ৬-৩ ও ৬-০ গেমে জয়ী হয়ে সেমিফাইনালে উঠেন এই অস্ট্রেলিয়ান তারকা। প্রথম সেটে জকোভিচ লড়াই করেও হেরে যান। তবে, ধীরে ধীরে ম্যাচে আধিপত্য বাড়ে থিয়েমের। এতে দ্বিতীয় সেটে অনেকট সহজ জয় পান তিনি। আর তৃতীয় ও শেষ সেটে অনেকটা একতরফা জয় দিয়ে উল্লাসে মাতেন র‌্যাংকিংয়ে ষষ্ঠ বাছাই এই অজি তারকা। সেমিফাইনালে রাফায়েল নাদালের মুখোমুখি হবেন থিয়েম। অন্য কোয়ার্টার ফাইনালে স্পেনের পাবলো ক্যারিনো বুস্তা খেলা চলাকালীন সময়ে অসুস্থ্য হয়ে নাম প্রত্যাহার করলে সরাসরি সেমিতে ওঠেন নাদাল।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি