ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১০, ১১ জানুয়ারি ২০২০

প্রতিষ্ঠার ১৪ বছর পর আজ শনিবার প্রথমবারের মতো সমাবর্তনের আয়োজন করতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। এ সমাবর্তনে প্রায় ১৯ হাজার গ্র্যাজুয়েট অংশ নেবেন। সমাবর্তন ঘিরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে পুরো ক্যাম্পাসে, যার প্রভাব দেখা যাচ্ছে পুরান ঢাকায়ও। 

সমাবর্তনের জন্য ধূপখোলা মাঠে নির্মাণ করা হয়েছে এক লাখ ৫০ হাজার বর্গফুটের বিশালাকৃতির প্যান্ডেল। সেখানে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের আদলে মূল মঞ্চ প্রস্তুত করা হয়েছে।

সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের আচার্য আবদুল হামিদ অনুষ্ঠানস্থলে যোগ দিবেন দুপুর ১২টায়। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন বলেন, রাষ্ট্রপতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তনে ভাষণ দেবেন।

পদার্থবিদ অধ্যাপক ড. অরুণ কুমার বসাক অনুষ্ঠানে সমাবর্তন বক্তা হিসেবে বক্তৃতা করবেন। এছাড়া শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এবং উপাচার্য অধ্যাপক ড. মিজানুর রহমান অনুষ্ঠানে বক্তব্য রাখবেন।

জাতীয় সংসদের স্পিকার, মন্ত্রিসভার সদস্য, উপদেষ্টা, জাতীয় নেতারা, সংসদ সদস্য, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সচিব ও পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তাসহ অন্যান্য ব্যক্তিরা সমাবর্তনে অংশ নেবেন।

এদিকে সমাবর্তন উপলক্ষে বিশ্ববিদ্যালয়কে নতুন রূপে সাজানো হয়েছে। প্রশাসনিক ভবন থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ভবনে রঙের কাজ করা হয়েছে। সৌন্দর্যবর্ধনের জন্য লাগানো হয়েছে ফুলের গাছ। আগ্রহের কমতি নেই বর্তমান শিক্ষার্থীদেরও। তাঁরাও অংশগ্রহণকারীদের সঙ্গে আনন্দে মেতে ওঠার অধীর অপেক্ষায় আছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০০৫ সালে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে ২০১২-১৩ শিক্ষাবর্ষ পর্যন্ত স্নাতক, স্নাতকোত্তর, এমফিল, পিএইচডি ও সন্ধ্যাকালীন ডিগ্রিধারী শিক্ষার্থীরা যাঁরা অন্তত একটি ডিগ্রি জবি থেকে অর্জন করেছেন, তাঁরা অংশগ্রহণ করছেন। এর মধ্যে স্নাতক ১১ হাজার ৮৭৭ জন, স্নাতকোত্তর চার হাজার ৮২৯ জন, এমফিল ১১ জন, পিএইচডি ছয়জন ও ইভিনিং প্রগ্রামের এক হাজার ৫৭৪ জন অংশ নেবেন। সমাবর্তন উপলক্ষে ১৮ হাজার ৩১৭ শিক্ষার্থীর সার্টিফিকেট প্রস্তুত করা হয়েছে। তবে একজন শিক্ষার্থী শুধু একটি সনদের জন্য রেজিস্ট্রেশন করতে পেরেছেন।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি